Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Travel

2 years ago

Ghatshila is an interesting place in Singhbhum district: নতুন করে ঘাটশিলা দেখা - নতুন অনুভূতি

Ghatshila is an interesting place in Singhbhum district
Ghatshila is an interesting place in Singhbhum district

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হয়তো আপনি ইতিমধ্যে ঘাটশিলা গেছেন,কিন্তু এখন ঘাটশিলা একদম নতুন রূপ নিয়ে অপেখা করছে আপনার জন্য। দলমা পাহাড়ে গিয়েছেন? সুবর্ণরেখা নদীর জলে পা ভিজিয়েছেন? এগুলি শুনে নিশ্চয়ই আপনারও লোভ হচ্ছে এই জায়গাটিতে যাওয়ার? তাহলে অবশ্যই চোখ রাখুন এই প্রতিবেদনটিতে। আপনি জানলে হয়তো অবাক হবেন যে ঝাড়খন্ডের (Jharkhand) সিংভূম জেলার অন্যতম আকর্ষণীয় স্থান হল এই ঘাটশিলা। ঝাড়খন্ড পর্যটনের অন্যতম দর্শনীয় গন্তব্য হল সবুজ অরণ্যের মধ্যে সুবর্ণরেখা নদীর পাশে এই ঘাটশিলার অবস্থান। এখম একদম নতুন রূপে সাজানো হয়েছে ঘাটশিলাকে।

   ঘাটশিলা প্রথম মানুষের চোখে নিয়ে আসেন আরণ্যক লেখক বিভূতিভূষণ। ৭০-৮০-র দশকের জনপ্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ‘পথের পাঁচালী’ উপন্যাসের পটভূমি হিসেবে জায়গাটি জনপ্রিয়তা অর্জন করে। আপনিও যদি শহরের কোলাহল থেকে একটু দূরে ও মুক্ত বাতাসে কয়েকটা দিন কাটাতে চান তাহলে আপনাকে অবশ্যই ঘাটশিলা পরিদর্শন করতে হবে। ঝাড়খন্ড পর্যটনের এই জায়গাটি খুবই শান্ত এবং নির্মল গ্রামীণ জীবনের সারমর্মকে প্রতিফলিত করে। আপনি এই জায়গায় অনেক উপজাতি গ্রামও দেখতে পারেন। এখানকার পাহাড়, জল, ঝর্ণা, লেক আপনাকে মুগ্ধ করবেই। আপনি যদি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তবে আপনি অটো বা ট্যাক্সি ভাড়া করতে পারেন। ঘাটশিলা থেকে একটু দূরেই আপনি ফুল্ডুংরি পাহাড়ে যেতে পারেন। এছাড়া বুরুডি লেক, রতনী মন্দির, ধারাগিরি জলপ্রপাত, নারোভা ফরেস্ট, সুরদা পাহাড়, মোসাবনি কপার মাইন প্রভৃতি দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন।

  যাওয়া ও থাকা - কলকাতা থেকে অনেক ট্রেন রয়েছে, যেমন স্টিল এক্সপ্রেস, জন শতাব্দী এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস। এছাড়াও এক্সপ্রেস ট্রেনের টিকিট না পেলে লোকাল ট্রেনে ব্রেক জার্নি করে যেতেই পারেন। দামি ও কমদামি সমস্ত রকম হোটেল লজ ঘাটশিলায় আছে।


You might also like!