Breaking News
 
Sunny Leone: সানি লিওনের অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত? মথুরার পুরোহিতদের হুঁশিয়ারি— ‘শো বন্ধ না হলে ফল হবে ভয়ঙ্কর’ Suryakumar Yadav and Khushi Mukherjee : মাঠের বাইরে অন্য পিচে সূর্যকুমার? বঙ্গ সুন্দরী খুশির সঙ্গে চ্যাটের কথা প্রকাশ্যে আসতেই শোরগোল নেটপাড়ায় Mamata Banerjee : মমতার নিশানায় এআই ও বিজেপি! ‘৫ কোটি ভোটারের রাজ্যে ৫৪ লক্ষ নাম বাদ’, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় তোপ Mamata Banerjee:‘ইউ মাস্ট রিজাইন’! বাঁকুড়ার মাটি থেকে শাহের পদত্যাগ দাবি মমতার, অনুপ্রবেশ ইস্যুতে সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী Mamata Banerjee: নাম কাটার চক্রান্ত রুখবে তৃণমূল! এসআইআর-এর নামে বয়স্কদের হয়রানি দেখে ফুঁসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee:‘বিজেপি মানেই দুঃশাসন’! শাহের দিল্লি সফরকে নিশানা করে অনুপ্রবেশ ও নিরাপত্তা ইস্যুতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

 

Travel

1 year ago

Dhotrey: কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখতে ঘুরে আসুন ধোতরে

Dhotrey
Dhotrey

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবেড়াতে যেতে কে না ভালবাসেন! রোজকার একঘেয়ে কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবেই ক্লান্তি আসে জীবনে। কাজেই হাওয়া বদল জরুরি। ছোট্ট ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেলে মন হয়ে ওঠে চনমনে। কেউ যেমন অরণ্যের গভীরে আশ্রয় নেন, কেউ বেড়াতে যান পাহাড়ের কোলে। আবার সমুদ্রও ভালবাসেন অনেকে। এখন পর্যটক মানচিত্রে নিজস্ব পরিচিতি করে নিয়েছে পাহাড়ি সবুজ গ্রাম ধোতরে (Dhotrey)।

যারা নির্জন ডেস্টিনেশন ভালোবাসেন তাদের জন্য আদর্শ ঠিকানা হতে পারে এই গ্রাম। শিয়ালদহ থেকে রাত সাড়ে ৮টায় ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে পরদিন সকালে নিউ জলপাইগুড়ি নামুন। স্টেশনের সামনেই পাওয়া হয় ভাড়ার গাড়ি। পাহাড়ি পথ দিয়ে পৌঁছে যান এই গ্রামে।

এখানে গেলে কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। চারদিকের সবুজ দেখে চোখ যেমন জুড়োবে, তেমনই মনে আসবে প্রশান্তি। সারা সপ্তাহে অফিসে কাজের ক্লান্তির পর যদি দুদিনের জন্য প্রকৃতির সান্নিধ্য পাওয়া যায় তাহলে তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না।

পর্যটন মানচিত্রে অনেকটাই সুপরিচিত হয়ে গিয়েছে ধোতরে। থাকার জন্য গড়ে উঠেছে বেশ কিছু হোম স্টে। চাহিদা মতো থাকার জায়গা পেয়ে যাবেন। খাওয়ার জন্যও রয়েছে ছোটবড় হোটেল। তাহলে আর দেরি কেন, আজই ট্যুর প্ল্যান করে ফেলুন। সবচেয়ে আগে যেটা জরুরি তা হল ট্রেনের টিকিট কেটে ফেলা। রিজার্ভেশন কনফার্ম হলেই ট্যুর প্ল্যান ধীরে ধীরে এগোতে থাকে।


You might also like!