Travel

1 year ago

Chhattisgarh'Mini Tibet':ছত্তিশগড়ের 'মিনি তিব্বত' - এই সময়ের আদর্শ ঘোরার জায়গা

mini tibbat
mini tibbat

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গ্রীষ্ম সবে শুরুর দিকে। প্রবল গরম পড়তে আরো কিছু সময় বাকি। বসন্তের এই শেষলগ্নে আপনার ডেস্টিনেশন হোক ছত্তিশগড়ের মিনি তিব্বত। প্রবল গরম থেকে কয়েকটা দিনের জন্য হলেও মুক্তি পেতে অনেকেই উত্তরবঙ্গে কিংবা দেশের অন্য পাহাড়ি পর্যটনকেন্দ্রে ঘুরতে যান। আজ আপনাদের এমন একটি জায়গার কথা জানাব, গ্রীষ্মকালে কয়েকটা দিন ছুটি কাটানোর জন্য যা একেবারে আদর্শ। সেখানে পাথুরে পাহাড়কে ঘিরে রেখেছে সবুজ বনানী। রয়েছে জলপ্রপাত, এবং মনাস্ট্রি। পড়শি রাজ্য ছত্তীসগড়ে  অবস্থিত তুলনামূলক অখ্যাত এই জায়গাটিকে অনেকে জায়গাটিকে মিনি তিব্বত বলে চিনলেও এটির আসল নাম হল মাইনপাট।

  গ্যারেন্টি দিয়ে বলা যায় মাইনপাট আপনাকে মুগ্ধ করবে। ছত্তীসগড়ের সুরগুজা জেলার অবস্থিত মাইনপাট রাজধানী রায়পুর থেকে ৩৬০ কিলোমিটার দূরে অবস্থিত। কলকাতা থেকে এর দূরত্ব হল ৬৯৯ কিলোমিটার। মাইনপাট মূলত একটি পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম। বিন্ধ্য পর্বতমালার কোলে অবস্থিত এই গ্রামটি ঘন জঙ্গলে ঘেরা। মনোরম আবহাওয়ার কারণে গ্রীষ্মকালে ঘুরতে যাওয়ার জন্য একেবারে আদর্শ জায়গা এটি। এখানে তেমন গরম পড়ে না। কয়েকটা ভালো হোটেল আছে। A/C ও non A/C সব ব্যবস্থা আছে। 

 সূর্যের আলোর বিকিরনে এখানকার প্রধান ঝর্ণার জল দেখলে আপনি বিস্মিত হবেন। মাইনপাটের অন্যতম আকর্ষণ হল উল্টাপানি। ভিসারপানি গ্রামের এই জলপ্রপাতটি দেখলে মনে হবে, মাধ্যাকর্ষণের বিপরীতে নীচে থেকে উপরের দিকে উঠে আসছে জল। মূলত দৃষ্টিবিভ্রমের কারণেই এমনটা মনে হয়। এছাড়াও সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য যেতে হবে মেহতা পয়েন্টে। বার্ড আই ভিউ থেকে সবুজে ঘেরা পাহাড়ের সৌন্দর্য একবার দেখলে যে আর ভুলবেন না, তা নিশ্চিতভাবে বলা যায়। এখানে প্যারাগ্লাইডিং সহ বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুবিধা রয়েছে। এখানকার 'জলজলি' নদী দেখতে ভুলবেন না। 

  এই জায়গাকে মিনি তিব্বত বলার একটা ইতিহাস আছে। 

১৯৫৯ সালে দলাই লামা তিব্বত থেকে আশ্রয় খুঁজতে ভারতে চলে আসেন। তাঁর সঙ্গে সঙ্গেই আসেন তাঁর অনুগামীরা। হিমাচলপ্রদেশ, ধর্মশালা সহ মাইনপাটেও বসতি গড়েন তাঁরা। ১৯৬২ সালে ভারত সরকারের তরফে ১৪০০ জন উদ্বাস্তুকে ৩০০০ একর জমি দান করা হয়। সেই কারণেই একাধিক বৌদ্ধ মঠ এবং মন্দির গড়ে উঠেছে মাইনপাটে। এছাড়াও রয়েছে অজস্র ছোট-বড় জলপ্রপাত, যেগুলি কোনওভাবেই মিস করা যাবে না। রয়েছে একটি আপেল বাগান, হাতে সময় থাকলে সেটিও দেখে আসতেই পারেন। তাছাড়াও বক্সাইটের খনি রয়েছে মাইনপাটে। সব মিলিয়ে এই মাইপাট আপনাকে মুগ্ধ করবে।


You might also like!