Technology

1 year ago

শাওমি চোখ ধাঁধানো বৈদ্যুতিক গাড়ি Xiaomi SU7 EV

Xiaomi SU7 EV
Xiaomi SU7 EV

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  অনেকদিন ধরে শোনা গেলেও গাড়ির ছবি আসছিল না প্রকাশ্যে। এবার সবার সামনে এল Xiaomi-র প্রথম বৈদ্যুতিক গাড়ি (Xiaomi SU7) EV। যার নাম রাখা  হয়েছে SU7 । এক পলকে দেখলেই এই বৈদ্যুতিক সেডানের (EV ) থেকে নজর ফেরাতে পারবেন না আপনি। এটি একটি বৃহৎ বৈদ্যুতিক সেডান যা এরোডাইনামিক স্টাইলিং সহ হাই পারফরমেন্স রেঞ্জ দিয়ে থাকে। পোর্শে পানামেরার চার দরজার কুপের মতোই দেখতে এই ইভি। 

শাওমির প্রথম ইলেকট্রিক গাড়ির নাম SU7। যা একটি সেডান গাড়িটি দুই ভ্যারিয়েন্টে এসেছে – একটিতে LiDAR আছে, অপরটিতে LiDAR নেই। এছাড়াও SU7, SU7 Pro ও SU7 Max নামে তিনটি ব্রড ভ্যারিয়েন্ট আছে। পাওয়ারট্রেন ও পারফরম্যান্সের প্রসঙ্গে বললে, গাড়িটি অল-হুইল ড্রাইভ ও রিয়ার-হুইল ড্রাইভ অপশন অফার করবে। অল-হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টে ২৯৫ বিএইচপি ক্ষমতার ফ্রন্ট অ্যাক্সেল ও ৩৬৮ বিএইচপি ক্ষমতার রিয়ার অ্যাক্সেল বর্তমান। যেখানে রিয়ার-হুইল ড্রাইভ মডেলের রিয়ার অ্যাক্সেল থেকে উৎপন্ন হবে ৩৬৮ বিএইচপি আউটপুট।

Xiaomi SU7-এর বিভিন্ন ভ্যারিয়েন্টে আলাদা ক্ষমতার ব্যাটারি বর্তমান। লোয়ার-স্পেক মডেলে এলপিএফ ব্যাটারি থাকবেও, হায়ার-স্পেক ভ্যারিয়েন্টে আছে এনএমসি ব্যাটারি। লোয়ার ও হায়ার-স্পেক মডেলের ওজন যথাক্রমে ১,৯৮০ কেজি ও ২,২০৫ কেজি। এবং প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ যথাক্রমে ২১০ কিমি ও ২৬৫ কিমি। তবে গাড়িটি ফুল চার্জে কতটা পথ ছুটবে, তা এখনও ঘোষণা হয়নি।

শাওমির তাদের নতুন মোবাইল অপারেটিং সিস্টেম হাইপার (Hyper) ইলেকট্রিক গাড়িতে ব্যবহারের পরিকল্পনা করছে বলে খবর। শাওমি ঘোষণা করেছে, এ বছর ডিসেম্বর থেকে গাড়িটির গণ উৎপাদনে হাত লাগাবে এবং ২০২৪-এর ফেব্রুয়ারি থেকে শুরু হবে ডেলিভারি। এটি তৈরি করবে চীনের BAIC মোটর কর্পোরেশন।



You might also like!