Technology

3 weeks ago

SUV Car: কেন SUV কিনবেন? ৫টি অসাধারণ বৈশিষ্ট্য যা আপনাকে মুগ্ধ করবে!

suv Car
suv Car

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   ছোট্ট একটি গাড়িতে পরিবারকে সঙ্গে নিয়ে ছুটির দিনে একটু ঘোরাঘুরি। সেই ইচ্ছে অনেকেরই। আর গাড়ি যদি হয় নিজের তাহলে তো কোনও কথাই নেই। আর সেই কারণে অনেকে নিজের একটা গাড়ি কেনার ভাবনাচিন্তা করেন। আর সেই ইচ্ছা থেকেই কিনে নেন SUV। কিন্তু আপনি কি জানেন SUV-র অর্থ কী? কী কী ফিচার থাকে SUV-তে? জানুন-

SUV-র পুরো কথা স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল। তুলনায় অন্য গাড়িগুলির তুলনায় বেশ বড়। এটাই কি একমাত্র SUV-র ফিচার। না, সেটা মোটেও না। SUV-র মধ্যে বেশ কয়েকটি ফিচার রয়েছে যা হ্যাজব্যাক বা সেডানের মধ্যে থাকে না। তাহলে অন্য গাড়ি থেকে কী পার্থক্য থাকে SUV-র? জানুন-

হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স- SUV-র গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি। যার ফলে দুর্গম রাস্তাতেও SUV নিয়ে যাওয়া সম্ভব। বর্তমানে প্রায় প্রতিটি SUV-র গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকে ১৭০ থেকে ১৮০mm-র বেশি থাকে। উদাহরণ স্বরূপ, বর্তমানে সর্বাধিক বিক্রি হওয়া SUV-র মধ্যে রয়েছে Tata Nexon, Hyundai Venue এবং Mahindra Thar। এর মধ্যে নেক্সনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২০৯mm, ভেনু-র গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৯০mm এবং থর-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২২৬mm।

ফোর হুইল ড্রাইভ-SUV-র এটি একটি অতি গুরুত্বপূর্ণ ফিচার। যদিও অনেকের কাছেই হয়তো পুরো বিষয়টি অজানা। রাস্তা যেমন-ই হোক না কেন, রাস্তা কামড়ে থাকবে SUV-র চাকা। সহজভাবে বোঝাতে হলে, উঁচু নিচু বা খানা খন্দ যুক্ত এলাকায় কখনও কখনও সেডান বা হ্যাচব্যাকের একটি চাকা রাস্তা ছুঁতে পারে না। সেক্ষেত্রে যে কোনও রাস্তাতেই SUV-র চারটি চাকা রাস্তা কামড়ে থাকে।

Body on Frame কনস্ট্রাকশন- বেশিরভাগ SUV-তৈরি করা হয় Built on Frame-এ। এর পদ্ধতিতে গাড়ির ফ্রেম এভং গাড়ির বডি বা খাঁচা আলাদা ভাবে তৈরি করা হয়। এর ফলে SUV আরও শক্তিশালী হয়। Body on Frame-এর সবথেকে ভালো উদাহরণ হল Toyota Fortuner। এর ফলে দীর্ঘ সময় ধরে Fortuner চলতে থাকে।

সাইজে বড়- হ্যাচব্যাক বা সেডানের তুলনায় SUV তুলনায় অনেকটাই বড় হয়। প্যাসেঞ্জার সিটের সংখ্যা থাকে বেশি। অতিরিক্ত মালপত্র বহন করা সম্ভব হয়। কেবিনের সাইজ তুলনায় বড় হওয়ার ফলে আরামদায়কভাবে যাতায়াত করা সম্ভব হয়। শুধু তাই নয়, গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি, ফলে তুলনায় একটু উঁচু থাকে SUV। সেই কারণে চালকের আসনে যিনি থাকেন তাঁরও বেশ কিছুটা সুবিধা হয়।

Utility: অ্য়াডভেঞ্চারের জন্য SUV একদম পারফেক্ট। অন রোডের পাশাপাশি যাঁরা অফ রোড অ্য়াডভেঞ্চার পছন্দ করেন তাঁরা SUV কেনেন। মরুভূমি থেকে শুরু করে পাহাড়ি অঞ্চল, সব জায়গাতেই SUV চলে নিজের গতিতে।

You might also like!