Technology

1 year ago

64MP OIS ক্যামেরা সহ লঞ্চ হল Vivo T2 Pro 5G, দাম বাজেটের মধ্যেই

Vivo T2 Pro 5G
Vivo T2 Pro 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃউৎসবের মরশুম আগতপ্রায়। আর এই সময়কে কাজে লাগিয়ে একাধিক ব্র্যান্ড তাদের নতুন প্রোডাক্ট নিয়ে আসে বাজারে। ব্যতিক্রম নয় Vivo। দেশের বাজারে তারা ফের একটি নতুন স্মার্টফোন নিয়ে এসেছে, যার নাম Vivo T2 Pro 5G। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর। আর এই প্রসেসর থাকার ফলেই ফোনটি এই সেগমেন্টের অন্যতম দ্রুততর ফোন হয়ে উঠেছে। 3D কার্ভড ডিসপ্লে রয়েছে, দুটি কালার অপশনে পাওয়া যাবে এই Vivo T2 Pro 5G। তবে ফোনের সব স্পেসিফিকেশন যদি খতিয়ে দেখা যায়, তাহলে এটিকে iQOO Z7 Pro-র রিব্র্যান্ডেড ভার্সন বলা যেতে পারে।

Vivo T2 Pro 5G এর দাম এবং সেল

কোম্পানি Vivo T2 Pro 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে।

ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 23,999 টাকা।

এই ফোনের 8GB RAM + 256GB মেমরি মডেল 24,999 টাকা দামে পেশ করা হয়েছে।

ফোনটি নিউ মুন ব্ল্যাক এবং দুনে গোল্ড কালার অপশনে কেনা যাবে।

আগামী 29 সেপ্টেম্বর থেকে এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে।

Vivo T2 Pro 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 6.78 ইঞ্চির এইচডি+ 3D কার্ভ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট, 2400 × 1080 পিক্সেল রেজলিউশন, 1300 নিটস্ পীক T7 প্লাস টেকনোলজি এবং ব্রাইটনেস, 388 পিপিআই সাপোর্ট করে।

প্রসেসর: Vivo T2 Pro 5G তে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং এতে 2 × 2.8 GHz + 6 × 2.0 GHz কোর রয়েছে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 8GB expandable RAM ফিচার রয়েছে। এর সাহায্যে ইউজাররা মোট 16GB পর্যন্ত RAM উপভোগ করতে পারবেন।

ব্যাটারি: দীর্ঘ ব্যাকআপের জন্য এই ফোনে 4600 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটিতে 66 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে ওআইএস ফিচারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে 2 মেগাপিক্সেল বোকে লেন্স যোগ করা হয়েছে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফ্যান টাচ ওএস 13 এ কাজ করে।

অন্যান্য: Vivo T2 Pro 5G ফোনে ব্লুটুথ 5.3, এইফি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলোর হাত থেকে বাঁচানোর জন্য IP52 রেটিং এবং ডুয়েল সিম 5G এর মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।

You might also like!