Technology

1 year ago

Jio Bharat B1 4G Phone: পুজোয় জিও'র কিপ্যাড 4G ফোন, তাও জলের দরে, দেখুন ফিচার্স

Jio Bharat B1 4G Phone
Jio Bharat B1 4G Phone

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্মার্টফোন, আইফোন, আইপ্যাড ছেয়ে গিয়েছে বাজারে। অথচ এখনও অনেকেই কিপ্যাড ফোন (Keypad Phone) ব্যবহার করতেই পছন্দ করেন। আর তাঁদের জন্যই পুজোর (Durga Puja 2023) মুখে সুখবর নিয়ে এল জিও (Jio)। জিও ভারত সিরিজে যুক্ত হল আরও এক নতুন ফোন। দাম তাও সাধ্যের মধ্যে।

পুজোর মরশুমে ভারতের বাজারে এল জিও-র নতুন ফোন ভারত বি১। বেসিক 4G ফোনের সবরকম ফিচার্স রয়েছে এই ফোনে। ফোনের স্ক্রিন বাকি সব কিপ্যাড ফোনের থেকে বেশ খানিকটা বড়। আর দাম, তাও মাত্র ১ হাজার ২৯৯ টাকা।

আর কী কী ফিচার্স পাওয়া যাচ্ছে এই ফোন?

এই ফোনে রয়েছে একটি ২.৪ ইঞ্চির স্ক্রিন। আর ব্যাটারি 200mAh-এর। যা আগের JioBharat ফোনগুলির তুলনায় উন্নত। এই ফোনের স্ক্রিন ও ব্যাটারি ক্যাপাসিটি অনেকটাই ভাল করা হয়েছে। এই ফোনে ক্যামেরা রয়েছে ঠিকই কিন্ত তা কত মেগাপিক্সেলের তা জানা যায়নি।


You might also like!