Technology

1 month ago

10 movies for ₹699: পুজোয় দুর্দান্ত অফার,মাত্র ৬৯৯ টাকায় ১০টি সিনেমা

PVR INOX Passport
PVR INOX Passport

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মাসিক ৬৯৯ টাকার বিনিময়ে দশটি সিনেমা দেখা যাবে। তাও আবার PVR INOX-এর মতো মাল্টিপ্লেক্সে। হ্যাঁ, পুজোর আগেই বিশেষ এই সাবস্ক্রিপশন অফার আসছে। নাম দেওয়া হয়েছে ‘পিভিআর আইনক্স পাসপোর্ট’ (PVR INOX Passport)।

মাসিক সাবস্ক্রিপশনের এই পাস চালু হয়েছে ১৬ অক্টোবর থেকে। এই পাসের ফলে একটা সিনেমা দেখতে আপনাকে খরচ করতে হবে মাত্র ৭০ টাকা। তবে, শুধুমাত্র সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই অফারটির সুবিধা পাবেন।

এই পাসে গোল্ড, আইম্যাক্স, ডিরেক্টরস কাট এবং লাক্সের মতো প্রিমিয়াম সিটে বসেও সিনেমা দেখা যাবে। তবে, একটি পাসে একজনই সিনেমা দেখতে পারবেন এটি কারও সঙ্গে শেয়ার করা যাবে না।

You might also like!