দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক যে আরবিআইয়ের স্ক্রুটিনিতে রয়েছে তা সকলেরই জানা। কিন্তু, আরবিআইয়ের পক্ষ থেকে সম্প্রতি 29 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ অবধি সময়সীমা বাড়ানো হয়েছে। অর্থাৎ ফিনটেক কোম্পানির কাছে আরও দু’সপ্তাহ রয়েছে পরিষেবা গুছিয়ে নেওয়ার। এই পরিস্থিতিতে অনেকেই ধোঁয়াশায় রয়েছেন এখন পেটিএম UPI, কিউ আর কোড ইত্যাদি ব্যবহার করা উচিত হবে কিনা।
ধোঁয়াশা না কাটালে আপনার আর্থিক পরিষেবায় সমস্যা তৈরি করে হতে পারে। কারণ দেশজুড়ে প্রচুর মানুষ এখনও পেটিএম ব্যবহার করছেন। গত মাসে আরবিআইয়ের তরফে ফিনটেক কোম্পানিকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। 29 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। যদিও তা পরে বাড়িয়ে 15 মার্চ করা হয়েছে। এখন প্রশ্ন হল পেটিএমের পরিষেবাগুলি কি নেওয়া উচিত? কোম্পানির পক্ষ থেকে কী জানানো হয়েছে আসুন জানা যাক।
পেটিএম গ্রাহকদের স্পষ্টত জানিয়েছে, তারা নির্বিঘ্নে পেটিএম ব্যবহার চালিয়ে যেতে পারবেন। এই নির্দেশ তাদের অন্যান্য পরিষেবা প্রভাবিত হয়নি। অফলাইন পেটিএম আগের মতোই কাজ করবে। তাই চিন্তা করার দরকার নেই। পাশাপাশি সমস্ত নেটওয়ার্ক আরও স্বচ্ছ এবং উন্নত করার কাজ শুরু করে দিয়েছে পেটিএম।
পেটিএম অফলাইন পরিষেবা
অফলাইন পরিষেবার ক্ষেত্রে সম্পূর্ণ নজর রেখেছে পেটিএম। গ্রাহকদের যাতে কোনওরূপ সমস্যা না হয় তা নিশ্চিত করেছে ফিনটেক কোম্পানি। ভারতে প্রচুর মানুষ এখনও পেটিএম ব্যবহার করছেন। অফলাইন মোডও রয়েছে কোম্পানির। সেখানে সমস্ত লেনদেন যাতে নির্বিঘ্নে করা যায় সেই দিকটি নিশ্চিত করেছে কোম্পানি।
পেটিএম কিউআর কোড
পেটিএম স্ক্যানার ব্যবহার করে টাকা পেমেন্ট করা বেশ সহজ। যে কারণে ছোট থেকে মাঝারি অ্যামাউন্ট যে কোনও টাকা লেনদেনের জন্য এই কিউআর কোড ব্যবহার করেন তারা। দেশজুড়ে অনেক দোকানে পেটিএম কিউআরও লাগানো রয়েছে। কোম্পানির পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে যে নির্দেশ এসেছে তা কিউআর কোড স্ক্যান অ্যান্ড পে পেমেন্টে কোনও প্রভাব ফেলবে না।
পেটিএম সাউন্ডবক্স
স্ক্যান অ্যান্ডে পে করে টাকা দিলেই সাউন্ডবক্সে বেজে ওঠে আপনার লেনদেনের অঙ্ক। তা শুনে নিশ্চিত হোন দোকানদার এবং গ্রাহক দু পক্ষই। কিন্তু, আরবিআইয়ের সিদ্ধান্তের পর অনেকেই মনে করছিলেন এটি আর ব্যবহার করা যাবে না। কারণ বড় বড় বাজার থেকে ছোট দোকান সব জায়গাতেই রয়েছে পেটিএম সাউন্ডবক্স। তবে কোম্পানি জানিয়েছে, আপনি এটির ব্যবহার চালিয়ে যেতে পারেন কোনও অসুবিধা হবে না।
পেটিএম কার্ড মেশিন
পেটিএম কার্ড মেশিন পরিষেবাও রয়েছে কোম্পানির। বিশেষ করে মার্চেন্টরা এটি ব্যবহার করে থাকেন। তাদের উদ্দেশ্যে পেটিএম জানিয়েছে কার্ড মেশিন ব্যবহার নিশ্চিন্তে চালিয়ে যেতে পারবেন। এই পরিষেবাগুলি কোনও ভাবেই প্রভাবিত হয়নি।
পেটিএম UPI
ইউপিআই বা ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস ভারতে সবথেকে বেশি ব্যবহার হওয়া আর্থিক লেনদেন পরিষেবা। আর ইউপিআই ব্যবহারের ক্ষেত্রে পেটিএমের অবদান বেশ বড়। আরবিআইয়ের নির্দেশ পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের জন্য এসেছে তাই ইউপিআই পরিষেবা নিয়েও চিন্তা করার দরকার নেই। আগামী 15 মার্চ এই সংক্রান্ত বড় ঘোষণা করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
১৫ মার্চ বড় ঘোষণা
পেটিএমকে 29 ফেব্রুয়ারি সময় দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু, গত মাসেই সেই সময় আরও খানিকটা বাড়িয়ে 15 মার্চ 2024 করা হয়। ফলে কোম্পানির কাছে এখনও দু সপ্তাহ রয়েছে পরিষেবা গুছিয়ে নেওয়ার। এর মধ্যে দু’পক্ষ থেকে বড় কিছু ঘোষণা শোনা যেতে পারে। আপনার যদি পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই সেই ঘোষণা সম্পর্কে আপডেট থাকা উচিত।