দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত বছরের শেষেই সেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল রাজ্যজুড়ে। বছরের শুরুতেই এবার ২৫তম সেটের আনসার কি অর্থাৎ সঠিক উত্তরগুলির তালিকা প্রকাশ করল রাজ্য কলেজ সার্ভিস কমিশন। চলতি সপ্তাহে কলেজ সার্ভিস কমিশনের থেকে প্রকাশিত হয় এই উত্তরমালা। বিবৃতি অনুযায়ী, এই অ্যানসার কি'র বিষয়ে প্রার্থীদের কোনও রকম মতামত থাকলে তা অবশ্যই ইমেইল করে জানানো যাবে। তবে এই মতামত জানানোর শেষ দিন ১৩ জানুয়ারি। প্রতিবছরই বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে বিতর্ক বা দ্বন্দ্ব তৈরি হয় পরীক্ষার্থীদের মনে। সেই জন্যই এই ধরনের একটি পদক্ষেপ গ্রহণ করল রাজ্য কলেজ সার্ভিস কমিশন।
২০২৩ সালের ১৭ ডিসেম্বর এই বছর রাজ্যের সেট পরীক্ষা অর্থাৎ স্টেট এলিজিবিলিটি টেস্ট সম্পন্ন হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত জেনারেল ডিগ্রি কলেজগুলিতে সহকারী অধ্যাপক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয়। রাজ্যভিত্তিক এই পরীক্ষায় ৮০ হাজার পরীক্ষার্থী আবেদনপত্র জমা দিলেও এর ৮৫ শতাংশ অংশগ্রহণ করেছিল মূল পরীক্ষায়। উত্তরমালা প্রকাশ হওয়ার পর সেই সমস্ত প্রার্থীদের এখন মিলিয়ে নেওয়ার পালা ঠিক ভুলের হিসাব। রাজ্যের কলেজ সার্ভিস কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, সব বিষয়ের এক্স সিরিজের প্রশ্নপত্রের অ্যানসার কি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের প্রশ্নপত্রের সঙ্গে অ্যানসার কি মিলিয়ে নিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
উত্তরমালা সম্পর্কে কোনও মতামত থাকলে তা অবশ্যই ১৩ জানুয়ারির মধ্যে মেল করে পাঠাতে হবে কোন পরীক্ষার্থীকে। তবে এই নির্দিষ্ট মেল আইডিতে না পাঠালে বাতিল হবে সেই আবেদন কিংবা কোনও প্রার্থী যদি ১৩ জানুয়ারির পরে মেল-মারফত তার মতামত জানায়, তবে সেটিও গ্রাহ্য হবে না কমিশনের দিক থেকে৷ কমিশন সূত্রে জানা গিয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে কমিশনের মেল বক্সে আসা মেলগুলি বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। বিশেষজ্ঞদের মতামতের পরেই চূড়ান্ত হবে উত্তরমালা, যা এই প্রক্রিয়ার শেষে প্রকাশিত হবে। সেই চূড়ান্ত উত্তরমালাকে ভিত্তি করেই দেখা হবে পরীক্ষার্থীদের ওএমআর শিট। এখন দেখার কমিশনের অ্যানসার কি-এর কতটা বদল ঘটে ছাত্রছাত্রীদের আবেদনের পরে।