দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এমফিল নিয়ে অবস্থান স্পষ্ট করে পড়ুয়াদের উদ্দেশে নোটিস জারি করল ইউজিসি। এদিন কার্যত পড়ুয়াদের সতর্ক করে ইউজিসি একটি নোটিসে বিশ্ববিদ্যালয়গুলির উদ্দেশে এই নোটিস জারি করেছে। উল্লেখ্য, এমফিল কোর্স বহু বিশ্ববিদ্যালয় অফার করতে শুরু করেছে। তারই মাঝে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ইউজিসি জানিয়েছে যে, এমফিল কোনও স্বীকৃত ডিগ্রি নয়।
এর আগেই এমফিল কোর্সকে বাতিল বলে ঘোষণা করেছে ইউজিসি। আগেই ইউজিসি জানিয়েছিল যে, সমস্ত বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যারা এই এমফিল কোর্স অফার করছে, তারা যেন তা বন্ধ করে। সব বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের এমফিল কোর্সের বৈধতা আর নেই বলেও জানায় ইউজিসি। এছাড়াও বর্তমান নোটিসে এই কোর্সকে বন্ধ করার জন্য তড়িঘড়ি পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
০২৩-২৪ শিক্ষাবর্ষে যে এই এমফিল-এ ভর্তির প্রক্রিয়া বন্ধের নির্দেশও দিয়ে দিয়েছে ইউজিসি। ইউজিসি তার সাম্প্রতিক নোটিসে জানিয়েছে, ‘কয়েকটি বিশ্ববিদ্যালয় নতুন করে এমফিলে ভর্তির অফার দিচ্ছে। এই প্রেক্ষিতে জানানো হচ্ছে যে এমফিল আর স্বীকৃত ডিগ্রি নয়।’