দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হারে ১ লাখ নতুন শিক্ষক নিয়োগ হয়েছিল গত মাসেই। তবে সেই নিয়োগ প্রক্রিয়ায় কারচুপি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই আভিযোগের প্রেক্ষিতে বছর শেষে নিযুক্ত শিক্ষকদের ফের একবার যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্দেশ দিলেন বিহারের শিক্ষা দফতরের অতিরিক্ত মুখ্য সচিব কেকে পাঠক। আগামী ১৫ জানুয়ারির মধ্যে এই রি-ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, নিয়োগে জালিয়াতির অভিযোগ পেয়ে সম্প্রতি ৪০০০ জন নিযুক্ত শিক্ষককে রি-ভেরিফিকেশনের জন্য ডেকেছিল শিক্ষা দফতর। সেখানে দেখা যায়, তিনজন শিক্ষক ভুয়ো। এদিকে চাকরি পাওয়া তিনজনকে ডাকা হলেও তারা সেখানে যাননি। পরে তাদের খোঁজ করে পাওয়া যায়নি। এই আবহে এখন সব নিযুক্ত শিক্ষকদেরই রি-ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর।