Life Style News

56 minutes ago

Makeup Mistakes: বিয়ের দিনে মেকআপের ভুল হলে সাজগোজ সব মাটি! রইল কিছু সাবধানী টিপস

Bridal Makeup Mistakes You Must Avoid
Bridal Makeup Mistakes You Must Avoid

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিয়ের দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে একটি। সেই দিনের জন্য সবাই মন খাটিয়ে পরিকল্পনা করেন। মহিলারা বিশেষভাবে মন দেন সাজপোশাক, গহনাগাটি ও মেকআপের প্রতি। তবে সামান্য ভুলও পুরো সাজগোজকে নষ্ট করতে পারে। মন খারাপ এড়াতে মেকআপের ক্ষেত্রে কিছু সাধারণ ভুল এড়িয়ে চলাই সবচেয়ে ভালো। চলুন জেনে নিই, সেগুলো কী কী। 

* বিয়ের দিন পাত্র-পাত্রীই মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাঁদের কেন্দ্র করে নানা রীতি রেওয়াজ পালন করা হয়। তাই স্বাভাবিকভাবে পরিবারের আর পাঁচজনের মতো তাঁদেরও ব্যস্ততা থাকে। তবে মেকআপের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। হাতে কমপক্ষে ২-৩ ঘণ্টা সময় নিয়ে সাজতে বসুন। সাজগোজের মাঝে যাতে কেউ বিরক্ত না করে, সেদিকে খেয়াল রাখুন। 

* মুখ না পরিষ্কার করে সাজগোজ শুরু করবেন না। তাতে কম সময়ের মধ্যে মেকআপ নষ্টের সম্ভাবনা বাড়ে। আবার ত্বকের ক্ষতিও হতে পারে।

* পোশাক অবশ্যই বিয়ের আগে পরে ট্রায়াল দিন। দেখে নিন ফিটিংস ঠিকঠাক আছে কিনা। নইলে সুন্দর মেকআপের পরেও, স্রেফ পোশাকের জন্য আপনার সাজ মাটি হতে বাধ্য।

* ভুল করেও বিশেষ দিনটিতে সাজগোজ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে যাবেন না। পরিবর্তে নিত্যদিন আপনি যেমন মেকআপে অভ্যস্ত, তেমনই করুন। নইলে সাজ মাটি হতে পারে।

* অনেকেই বিয়ের সাজগোজের সময় নকল চোখের পাতা (Eyelash) লাগান। তার মাপের উপর নিশ্চিত হোন। চোখের তুলনায় পাতার মাপ যেন খুব বেশি বড় হয়, সেদিকে খেয়াল রাখুন। নইলে সাজ নষ্ট।

* অবশ্যই ওয়াটারপ্রুফ মেকআপ ব্যবহার করুন। নইলে ঘাম কিংবা আলোয় সাজ নষ্ট হয়ে যাবে। পরে বিয়ের ছবি দেখে সাজ খারাপ হওয়ায় আফশোস করতে হবে আপনাকেই।

* মেকআপের ফলে গায়ের সঙ্গে মুখের রঙের যাতে চোখে পড়ার মতো ফারাক না হয় সেদিকে খেয়াল রাখুন। রূপটান শিল্পীকে অবশ্যই বলুন মুখের পাশাপাশি ঘাড়, গলা এবং হাতেও যেন সামান্য মেকআপ করে দেন।

* সঙ্গে অবশ্যই টাচ আপ কিট রাখুন। যাতে ২-৩ ঘণ্টা অন্তর হালকা মেকআপ করে নিতে পারেন। তাতে মেকআপ দীর্ঘক্ষণ স্থায়ী হবে।


You might also like!