kolkata

1 year ago

Weather Forecast : উষ্ণ হচ্ছে মহানগরী, দক্ষিণ ও উত্তরবঙ্গে ও ক্রমেই চড়ছে তাপমাত্রার পারদ

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২৫ জানুয়ারি : কলকাতার তাপমাত্রার বেড়ে গেল আরও খানিকটা। মাঘ মাসে যে সময় শীতে কাঁপে বঙ্গভূমি, এমন সময় ঠান্ডা উধাও। অকালেই উষ্ণ হচ্ছে মহানগরী, দক্ষিণ ও উত্তরবঙ্গে ক্রমেই চড়ছে তাপমাত্রার পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস।

বঙ্গোপসাগরে সৃষ্ট বিপরীত ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। একই সঙ্গে পশ্চিমি ঝঞ্ঝার ফলে দাপট কমতে শুরু করেছে উত্তুরে হাওয়ার। এই কারণে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আপাতত শীত ফেরার তেমন কোনও সম্ভাবনা নেই। পারদ চড়তে পারে আরও কিছুটা। ভোরের দিকে থাকতে পারে ঘন কুয়াশাও। এই মুহূর্তে শীতের প্রত্যাবর্তন নিয়ে আশার কোনও খবর নেই।

You might also like!