kolkata

1 year ago

Violence in Assembly : ডেঙ্গি নিয়ে উত্তাল বিধানসভা, বিজেপির ওয়াকআউট

Violent assembly over dengue, BJP walkout
Violent assembly over dengue, BJP walkout

 

কলকাতা, ২২ নভেম্বর : ডেঙ্গি বিতর্কে উত্তেজনার পারদ চড়ল বিধানসভায়। মুলতুবি প্রস্তাব গৃহীত না হওয়ায় বিধানসভা অধিবেশন থেকে কক্ষত্যাগ করলেন বিজেপি বিধায়করা। বিধানসভা চত্বরে তাঁদের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।প্রতীকী মশা, মশারি নিয়ে চলে মিছিল। পোস্টার হাতে তোলেন নানা অভিযোগ। ফলে অধিবেশনের দ্বিতীয় দিনও শোরগোল বিধানসভায়।

মঙ্গলবার রাজ্যের, বিশেষত উত্তরবঙ্গের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিধানসভার অধিবেশনে মুলতুবি প্রস্তাব জমা দেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেই সঙ্গে ডেঙ্গি নিয়ে বিধানসভায় আলোচনা করতে চান তাঁরা। তাঁরা জানান, মুলতুবি প্রস্তাব গৃহীত হলে বিধানসভার আলোচনায় অংশ নেবে বিজেপি।

অভিযোগ, তাঁদের প্রস্তাব নিয়ে বিধানসভায় কোনও রকম আলোচনা হয়নি। তার পরেই প্রতিবাদ জানিয়ে সভাকক্ষ থেকে একযোগে কক্ষত্যাগ করেন বিজেপির বিধায়করা। স্লোগান দিতে দিতে সভাকক্ষ থেকে বেরিয়ে আসেন তাঁরা। প্রতীকী মশা তৈরি করে, পোস্টার বানিয়ে স্লোগান তোলেন তাঁরা। তারপর মশারি মিছিল চলে। রাস্তায় নেমে জনসচেতনতা প্রচার করেন বিধায়করা। বাসে বাসে মশারি বিলি করা হয়।

You might also like!