International

1 week ago

Chaos at Dubai International Airport:ভারী বৃষ্টি থেকে আকস্মিক বন্যা: দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা

Chaos at Dubai International Airport
Chaos at Dubai International Airport

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমান ভারী বৃষ্টির কবলে পড়েছে। ভারী বৃষ্টির কারণে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এ কারণে বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম ইউএইর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, তারা খুবই চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি। 

শহরের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এ কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ কিছু যাত্রীকে এই এলাকায় (বিমানবন্দর) না আসার বিষয়ে পরামর্শ দিয়েছে। 

দুবাইয়ের উত্তর দিকে বন্যায় এক ব্যক্তি মারা গেছেন। এই ব্যক্তির গাড়ি আকস্মিক বন্যার কবলে পড়েছিল বলে জানা যায়।অন্য দেশ ওমানের সাহাম এলাকায় একটি মেয়ের লাশ খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা। এ নিয়ে বন্যায় গত রোববার থেকে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জন।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়্যারের গতকাল বুধবার রাত ৯টার তথ্য অনুসারে, গতকাল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৯০টি ফ্লাইটের ওঠানামা বাতিল করা হয়।বিশ্বের প্রতিটি মহাদেশে ফ্লাইট সংযোগের একটি প্রধান কেন্দ্র দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।ফ্লাইট অ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, গতকাল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৪০টি ফ্লাইট বিলম্বিত হয়।

গত বছর ৮ কোটির বেশি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছেন। আর যুক্তরাষ্ট্রের আটলান্টা বিমানবন্দর গত বছর সবচেয়ে বেশি যাত্রীকে সেবা দিয়েছে।দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, পরিস্থিতি পুনরুদ্ধারে কিছুটা সময় লাগবে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সর্বশেষ হালনাগাদ পরামর্শে বলেছে, এয়ারলাইনস সংস্থাগুলো নিশ্চিত করে না বললে যাত্রীরা যেন টার্মিনাল ১-এ না আসেন। তারা যাত্রীদের বিমানবন্দরে যাতায়াত এড়ানোরও পরামর্শ দিয়েছে।

দুবাইভিত্তিক আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থা এমিরেটস আজ বৃহস্পতিবার পর্যন্ত এই শহর থেকে তাদের ফ্লাইটের যাত্রীদের ‘চেক-ইন’ স্থগিত করেছে।

দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ আরও বজ্রপাত, ভারী বৃষ্টি ও শক্তিশালী বাতাসের পূর্বাভাস দিয়েছে। সেখানকার অনেক নিচু এলাকা এখনো পানির নিচে রয়েছে।ওমানের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতে গত মঙ্গলবার রেকর্ড বৃষ্টিপাতের ঘটনা ঘটে। গত ৭৫ বছর তারা বৃষ্টিপাত রেকর্ড করে আসছে।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র বলেছে, ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে আল-আইন অঞ্চলের খাতম আল-শাকলায় ২৫৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।দেশটিতে বছরে গড়ে ১৪০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আর দুবাইয়ে সাধারণত মাত্র ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এপ্রিলের মাসিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ৮ মিলিমিটার।

দুবাইয়ের কেন্দ্রস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, শেখ জায়েদ রোডের প্লাবিত অংশে বেশ কিছু যানবাহন ডুবে আছে। একই সঙ্গে ১২ লেনের মহাসড়কটির কোথাও দীর্ঘ যানজট দেখা গেছে।


You might also like!