kolkata

1 year ago

Death of a police in Nimtala Ghat: প্রতিমা বিসর্জনের মর্মান্তিক দুর্ঘটনা, নিমতলা ঘাটে গাড়ির ধাক্কায় পুলিশ কর্মীর মৃত্যু

Tragic accident of idol abandonment, death of a policeman after being hit by a car at Nimtala Ghat
Tragic accident of idol abandonment, death of a policeman after being hit by a car at Nimtala Ghat

 

কলকাতা, ১৪ নভেম্বর: কালী প্রতিমা বিসর্জনের সময় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, পুরসভার গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন কর্তব্যরত এক পুলিশ কর্মী। মঙ্গলবার ভোররাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নিমতলা ঘাটে। বছর চল্লিশের মৃত পুলিশ কর্মীর নাম সন্দীপ বর্মন। তিনি কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের জি কোম্পানির কনস্টেবল। বাড়ি উত্তর দিনাজপুরে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোররাত তিনটে নাগাদ নিমতলা ঘাটে দুর্ঘটনা ঘটে। পুরসভার গাড়ি গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তোলার কাজ করছিল। গাড়ির পিছনের চাকা ওই কনস্টেবলকে পিষে দেয়। আরজি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর। পুরসভার গাড়ি আটক হলেও, চালক পলাতক।

You might also like!