kolkata

1 year ago

Kolkata Book Fair 2023 : ৪৬তম কলকাতা বইমেলায় এবার বইবে স্প্যানিস হাওয়া! কবে হবে উদ্বোধন জানা আছে?

Kolkata Book Fair 2023
Kolkata Book Fair 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বছর শেষের প্রায় দোড় গোড়ায় আমরা দাড়িয়ে আছি, আর ২০২২ শেষ হলে পরেই নতুন বছর শুরু হবে আর বছর শুরু মানেই বইপ্রেমীদের জন্য তোড়জোড় শুরু হবে মহোৎসবের। বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল ২০২৩ সালের কলকাতা বইমেলার উদ্বোধনের দিনক্ষণ। ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে আগামী বছর ৩০শ জানুয়ারি। চলবে ১২ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত। এবার বইমেলার থিম কান্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে স্পেনকে। ২০০৬ সালের পর এ বছর আবারও বইমেলার থিম হিসেবে ইউরোপের এই দেশকে বেছে নেওয়া হয়েছে।

 এদিন শহরের একটি পাঁচতারা হোটেলে পাবলিশার্স অ্যান্ড বুক সেলারস গিল্ডের তরফে বইমেলার সূচি ঘোষণা করেন গিল্ড সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়, গিল্ড সভাপতি সুধাংশু শেখর দে। উপস্থিত ছিলেন স্পেনের রাষ্ট্রদূত যোসে মারিয়া রিদাও দোমিনিগেজ।  

ফের একবার আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশ নিতে পেরে খুশি স্পেনের রাষ্ট্রদূত যোসে মারিয়া রিদাও দোমিনিগেজ। তিনি এদিন সাংবাদিক বৈঠক বলেন, "আমাদের বিশ্বাস বইমেলায় স্পেনের এই অংশগ্রহণের ফলে দু'দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে।" 

You might also like!