কলকাতা, ৫ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ‘কুরুচিকর ভাষায়’ আক্রমণের সমালোচনা করলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।সোমবার কলকাতা বিমানবন্দরে সুকান্তবাবুকে সাংবাদিকরা প্রশ্ন করেন, “রেড রোডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী। এরকম করা যায়?”
সুকান্তবাবু বলেন, “যে ধরণের শব্দ প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলেছেন, সেরকম কথা বলা উচিত নয়। বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রীর। বাঙালির মান, সম্মান, ইজ্জত— সব কিছু জলাঞ্জলি দিয়ে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী।” পিনারাই বিজয়ন বিধায়কদের নিয়ে দিল্লিতে অবস্থানে বসবেন। এ সম্পর্কে প্রতিক্রিয়ায়
সুকান্ত মজুমদার সাংবাদিকদের বলেন, “আমরা তো এই দৃশ্য দেখে অভ্যস্ত। কিছু হলেই কেন্দ্রের নামে দোষ। পিনারাই বিজয়ন বামপন্থী মুখ্যমন্ত্রী। এখানে বামপন্থী আমলে শুনতাম, বৃষ্টি হচ্ছে না কেন? কেন্দ্রের চক্রান্ত। এটা নতুন কিছু নয়। সেই পথেই চলছেন মমতা ব্যানার্জী।”