kolkata

4 months ago

Sukanta Majumdar:রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে চিঠি সুকান্ত মজুমদারের

Sukanta Majumder's letter seeking Governor's intervention
Sukanta Majumder's letter seeking Governor's intervention

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  আর জি কর হাসপাতালের ঘটনায় রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসর কাছে এক চিঠিতে হস্তক্ষেপ দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এই বিষয়ে তাঁর সুচিন্তিত মতামত তুলে ধরেন। অবিলম্বে এই ঘটনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ওই চিঠিতে লিখেছেন তিনি। উল্লেখ্য, এর আগেও সাংসদ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর কাছে সত্য ঘটনা উদ্ঘাটিত করার জন্য চিঠি লিখে জানিয়েছেন।

তিনি ওই চিঠিতে বলেন, গত ১৫ আগস্টের রাতের ঘটনা। ৪০ জনের কাছাকাছি দুষ্কৃতি আর জি কর হাসপাতালের মধ্যেই ঢুকে পড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। জনমানসে এ নিয়ে যে রাজ্য সরকারের প্রতি বিরূপ প্রতিক্রিয়ার ছবি ধরা পড়েছে তার সুবিচার দরকার। সেইসঙ্গে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত কড়া শাস্তিরও দাবি জানান তিনি। ওই হাসপাতালে নিরীহ আন্দোলনকারীদের প্রতি আক্রমণ ও হাসপাতালের সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। এতে সমূহ ক্ষতি। চিঠিতে তিনি সবিস্তারে ওই ঘটনার বর্ণনা করেছেন শিক্ষা প্রতি মন্ত্রী ও উত্তর পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত মন্ত্রী সুকান্ত মজুমদার ।

You might also like!