দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- প্রকাশ্য রাস্তায় তলোয়ার, বন্দুক, লাঠির মতো জিনিস নিয়ে ঘোরা নিষেধ। এমনই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। পুলিশ কমিশনারের নামে জারি হওয়া এই নির্দেশিকা দেখে অবাক হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সামাজিক মাধ্যমে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি।
শহর ও শহরতলির মধ্যে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন, তলোয়ার, বন্দুক, ভারী, ধারাল অস্ত্র নিয়ে কেউ কোনও জায়গায় ঘোরাফেরা করতে পারবেন না। যদি কাউকে অস্ত্র নিয়ে দেখা যায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধে। ১ সেপ্টেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অর্থাৎ ৬ মাস এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুভেন্দুবাবুর প্রশ্ন, ''এই নির্দেশিকার আগে কি কলকাতা শহরে বন্দুক, তলোয়ার, বোমা নিয়ে ঘোরা আইনত ছিল?'' তিনি এটাও জানতে চান, ৬ মাসের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। তাহলে কি তারপর থেকে এগুলি নিয়ে ঘোরা যাবে কলকাতায়? শুভেন্দুর খোঁচা, ''এমন অদ্ভুত নির্দেশিকা এর আগে কখনও দেখেনি।'
এই নির্দেশিকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর বক্তব্য, ''বিশাল ভয় পেয়ে গেছে তিনি। তাই এই ধরনের অর্থহীন নির্দেশিকা জারি করাচ্ছেন। আমজনতা রাস্তায় নেমেছে তাই বিচলিত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী। আমি পুলিশ কমিশনারকে বলব এসব না করে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের খোঁজ করুন যারা এই ধরনের অস্ত্র নিয়ে ঘোরে। এই ধরনের নির্দেশিকা জারি করে মানুষের ক্ষোভ কমানো যাবে না।''