kolkata

4 months ago

Weather Forecast: নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র, কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Weather Forcast (Symbolic Picture)
Weather Forcast (Symbolic Picture)

 

কলকাতা, ৯ সেপ্টেম্বর : বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। সেই নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল, বৃষ্টিও শুরু হয়েছে।সোমবার সকাল থেকেই কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন, দফায় দফায় বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সমুদ্রে হাওয়ার বেগ আরও বাড়বে।কলকাতা এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হতে পারে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে একাধিক জেলায়।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতেও। সোমবার বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। পূর্ব মেদিনীপুরে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।

এরপর মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, বীরভূম, নদিয়া এবং দুই ২৪ পরগনায়। এ ছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার।

You might also like!