কলকাতা : রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সুরে এবার শাসক দলের প্রবীন নেতা তথা সাংসদ সৌগত রায় যাদবপুর নিয়ে হুঁশিয়ারি দিলেন।সৌগতবাবু বলেন, 'যাদবপুর তো বাংলার বাইরে নয়, কেউ গেলেই গাড়ি ভাঙবে, সহ্য করা যায় না। যাদবপুরে একটা অসহ্য বাঁদরামির খেলা চলছে। এর আগে বাবুল, ধনকড়কে বাধা, এবার ব্রাত্যকেও বাধা। ছেলেটা দুর্ভাগ্যজনকভাবে আহত না হলে কেউ সমবেদনা দেখাত না।
'অপরদিকে, অরূপ বিশ্বাস বলেছেন এক মিনিটে দখল করতে পারি, ২-৩ হাজার ঢুকলে কোথায় বাঁচবে। প্রেসিডেন্সির মতো এখানেও এখন পুলিশ ঢোকা নিয়ে ভাবতে হবে'।