কলকাতা, ৩১ মার্চ : বিজেপি ও সিপিআই (এম)-কে একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, "লাল আর গেরুয়া এক হয়ে অশান্তি করছে। আমরা বিভাজনের রাজনীতি করি না। ধর্মের নামে ব্যবসা করে কিছু রাজনৈতিক দল।” প্রতি বারের মতো এই বছরেও রেড রোডে ঈদের নমাজে যান মুখ্যমন্ত্রী। সোমবার সকাল ৯টা নাগাদ রেড রোডে যান মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক এবং মন্ত্রী জাভেদ খান। মমতা এবং অভিষেক সমাবেশে বক্তৃতাও করেন। মমতা এদিন বলেছেন, "কেউ গোলমাল পাকাতে এলে মনে রাখবেন, দিদি আছে।”