kolkata

2 months ago

Sealdeh Train Issue: রেল অবরোধ সোনারপুরে; ভোগান্তি শিয়ালদহ দক্ষিণ শাখায়, দুর্ভোগে যাত্রীরা

Sealdeh Train Issue
Sealdeh Train Issue

 

সোনারপুর, আগস্ট : ট্রেন বাতিলের প্রতিবাদে শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুর স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। আর তার জেরে রেল পরিষেবা ব্যাহত হয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখায়। থমকে যায় ক্যানিং, নামখানা, বারুইপুর, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার-সহ বিভিন্ন শাখার ট্রেন চলাচল।

বুধবার সকালে কাজে বেরিয়ে দুর্ভোগের মুখে পড়তে হয় অসংখ্য যাত্রীদের। পুজোর সময় কেনাকাটা করতে কিংবা প্রতিমা দর্শনে বেরিয়েও বিপাকে পড়েন অনেকে। বিভিন্ন ট্রেনে ভিড় বাড়তে থাকে, ভ্যাপসা গরমের মধ্যে নাজেহাল হয়ে পড়েছেন ছোট শিশু থেকে বৃদ্ধ বহু যাত্রী। সোনারপুর স্টেশনে বিক্ষোভরত যাত্রীরা বলেছেন, রেলের তরফে আগাম কিছু না জানিয়েই বুধবার সকালে সোনারপুর লোকাল বাতিল করে দেওয়া হয়। এর ফলে সমস্যার মুখে পড়তে হয় বলে জানিয়েছেন তাঁরা।

You might also like!