kolkata

3 weeks ago

Kolkata bandh : কলকাতায় বনধে জনজীবন স্বাভাবিকই, হাওড়া ও শিয়ালদহে বিঘ্নিত হয়নি পরিষেবা

Kolkata bandh (SYMBOLIC PICTURE)
Kolkata bandh (SYMBOLIC PICTURE)

 

কলকাতা, ১৬ আগস্ট : আর জি কর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার এসইউসিআই-এর ১২ ঘণ্টার বনধে মোটের উপর জনজীবন স্বাভাবিকই। এসইউসিআই-এর ডাকা বনধের পাশাপাশি এদিন বিজেপির রাস্তা-রোকো কর্মসূচিও রয়েছে। শুক্রবার সকাল থেকেই দু’একটি ঘটনা ছাড়া জনজীবন স্বাভাবিকই রয়েছে। হাওড়া ও শিয়ালদহ দুই শাখাতেই ট্রেন চলাচল স্বাভাবিকই আছে। ভোরের দিকে শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর ও ডায়মন্ড হারবার শাখায় ট্রেন পরিষেবা সামান্য বিঘ্নিত হলেও, পরে তা স্বাভাবিক হয়ে যায়। সরকারি ও বেসরকারি বাসের পরিষেবা মোটের উপর সাধারণ দিনের মতোই রয়েছে। অনান্য দিনের মতই চলছে ট্যাক্সি-অটোও। অফিসে যাতায়াতে তেমন সমস্যা হচ্ছে না কর্মীদের। সল্টলেক সেক্টর ফাইভ-সহ অফিস এলাকাগুলিতেও বনধের কোনও প্রভাব পড়েনি। এছাড়া সেন্ট্রাল অ্যাভিনিউ রুবি মোড়, হাজরা, রাসবিহারী সর্বত্রই পরিস্থিতি স্বাভাবিকই। তবে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি, জয়নগরে নানা এলাকায় পিকেটিং হয়েছে। কিছুক্ষেত্রে বাস পরিষেবা নিয়েও সামান্য সমস্যা হয়।

বনধের সমর্থনে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে পথ অবরোধ করেন এসইউসিআইয়ের কর্মীরা। এসইউসিআই-এর ডাকা সাধারণ ধর্মঘটে এখনও পর্যন্ত সেভাবে কোনও প্রভাব পড়ল না হাওড়া গ্রামীণ জেলায়। এদিন সকালে এসইউসিআই কর্মী সমর্থকরা বাগনান, উলুবেড়িয়ায় মিছিল করে। কিছুক্ষণের জন্য প্রতীকী পথ অবরোধ করে দলের কর্মী-সমর্থকরা। কোচবিহারে বনধ সনর্থনকারীদের আটক করল পুলিশ।

You might also like!