সান্তিয়াগো, ২ সেপ্টেম্বর : স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে এমবাপে অভিষেক ম্যাচে উয়েফা সুপার কাপের শিরোপা লড়াইয়ে গোল করেছিলেন। কিন্তু লা লিগায় গোল না পাওয়া জন্য তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত সেই আলোচনার সমাপ্তি ঘটলো গতকাল রাতে। গত রাতে জোড়া গোল করে দলকে জেতালেন এমবাপে। সান্তিয়াগো বের্নাব্যুতে রবিবার রাতে রিয়াল বেতিসকে ২-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন কিলিয়ান এমবাপে।
৬৭ মিনিটে প্রথম গোল পায় মাদ্রিদ। ভালভের্দের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন এমবাপে। আর ৭৫ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরাসি তারকা ফুটবলার। ৪ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এল রিয়াল মাদ্রিদ। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে যথাক্রমে ৩ ও ৪ নম্বরে আছে আতলেতিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল। আর লিগে এখনও পর্যন্ত চারটি ম্যাচেই জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।