kolkata

1 year ago

11 days off for puja : পুজোয় ১১ দিন ছুটি ঘোষণা মমতার, সেপ্টেম্বর থেকেই শুরু উৎসব

Mamata announces 11 days off for puja
Mamata announces 11 days off for puja

 

কলকাতা  : ১ সেপ্টেম্বর থেকেই বাংলায় দুর্গোৎসবের সূচনা হয়ে যাচ্ছে। এমনটাই সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ওই দিন থেকেই পুজোর ঢাকে কাঠি পড়ে যাচ্ছে, তা বলাই বাহুল্য। পুজো কমিটির বৈঠকে এসে কল্পতরু মমতা। রাজ্যবাসীর জন্য ১১ দিন ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

মহালয়া থেকে শুরু হয় দেবীপক্ষ। আর বাংলায় উৎসবের সূচনা হতে চলেছে ১ সেপ্টেম্বর থেকেই। এবারে পুজোর ছুটি শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর অর্থাৎ মহাপঞ্চমীর দিন থেকেই। টানা সরকারি ছুটি চলবে ৫ অক্টোবর দশমী পর্যন্ত। ৯ তারিখ লক্ষ্মীপুজো উপলক্ষে ছুটি থাকবে। এরপর ছুটি মিলবে ২৪ ও ২৫ অক্টোবর। কালীপুজো এবং দিওয়ালি উপলক্ষে ছুটি থাকবে ওই দুইদিন। এরপর ফের ২৭ অক্টোবর ভাইফোঁটার দিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। ছটের জন্য ছুটি থাকবে ৩০ ও ৩১ অক্টোবর।

You might also like!