কলকাতা, ২৮ আগস্ট: ফের বিপত্তি কলকাতা মেট্রোয়। বৃহস্পতিবার সকালে মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ থাকল পরিষেবা। ফলে সমস্যায় পড়েন অফিসগামী যাত্রীরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ জানা যায়, প্রায় আধ ঘণ্টা ধরে কোনও পরিষেবাই মিলছে না টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত। কী কারণে এই বিপত্তি, তা এখনও স্পষ্ট নয়। মেট্রো কর্তৃপক্ষের তরফেও এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।