kolkata

2 months ago

Vice Chancellor Buddhadev Sau:"আমিও ব়্যাগিংয়ের শিকার", প্রকাশ্যে ক্ষোভ যাদবপুরের উপাচার্যর

Vice Chancellor Buddhadev Sau
Vice Chancellor Buddhadev Sau

 

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : ছাত্রমৃত্যু ঘিরে যখন উত্তাল পরিস্থিতি, সেই সময় অন্তর্বর্তীকালীন দায়িত্ব পান। কিন্তু দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথাতেই বীতশ্রদ্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ।

লাগাতার ছাত্র আন্দোলনে বীতশ্রদ্ধ হয়ে সরাসরি মুখ খুললেন তিনি। জানালেন, তিনিও ব়্যাগিংয়ের শিকার হচ্ছেন। বড় মাথারা ইন্ধন জোগাচ্ছেন ছাত্রদের। কোনও সিদ্ধান্ত কার্যকর করতে দেওয়া হচ্ছে না তাঁকে।

শনিবার সংবাদমাধ্যমে মুখ খোলেন। তিনি বলেন, "আমারও পদত্যাগ দাবি করছেন। অন্যায্য দাবি করছেন পড়ুয়ারা, আমার পদত্যাগ চাইছে। আমিও ব়্যাগিংয়ের শিকার। কোনও সিদ্ধান্ত কার্যকর করতে দিচ্ছে না। এর পিছনে বড় মাথা রয়েছে। কোনও সিদ্ধান্ত কার্যকর করতে দিচ্ছে না। চাপ নিতে না পেরে ডিন অফ স্টুডেন্টস হাসপাতালে ভর্তি।"

You might also like!