kolkata

10 months ago

HS Exam result 2023 : ৫৭ দিনের মাথায় প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর

HS Exam result 2023 (Symbolic Picture)
HS Exam result 2023 (Symbolic Picture)

 

কলকাতা, ২৪ মে : প্রকাশিত হল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। বুধবার বেলা ১২টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিকে এবার পাশের হার ৮৯.২৫ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন।

ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শুভ্রাংশু সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। বেলা সাড়ে ১২টা থেকে অনলাইনে ফল দেখতে পাবেন ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।ওয়েবসাইটগুলি হল, wbchse.nic.in, https://wbresults.nic.in/ , www.exametc.com এবং www.indiaresults.com। এছাড়াও এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও ফল জানা যাবে। বুধবার ফল ঘোষণা হলেও, ৩১ মে স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন ছাত্রছাত্রীরা। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় এবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হল, যা সর্বকালীন রেকর্ড।

You might also like!