কলকাতা, ৮ আগস্ট : উত্তরবঙ্গে আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও, তা হবে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিও হতে পারে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই সময়ে আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি প্রত্যাশিত। এরপর ৯ আগস্ট দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এই সময়ে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৯ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এরপর ১০-১৩ আগস্ট সময়কালেও চলবে বৃষ্টিপাত। আগামী ২৪ ঘণ্টায় বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি প্রত্যাশিত। এরপর ৯-১১ আগস্ট পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হবে।
বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি।