kolkata

1 year ago

Elixir of freedom cannot be stopped : স্বাধীনতার অমৃত মহোৎসব আটকানো যাবে না, তোপ শুভেন্দুর

Elixir of freedom cannot be stopped
Elixir of freedom cannot be stopped

 

কাঁথি, ১৩ আগস্ট : মিছিল করতে বাধা দিলেও তাঁদের স্বাধীনতার অমৃত মহোৎসব আটকানো যাবে না। শনিবার এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে সরাসরি অনুষ্ঠান করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি তেরঙ্গা যাত্রা আটকানো নিয়ে স্বাধীনতা দিবসের পরদিনই তিনি আদালতে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। রাজ্যে বিজেপি-র তেরঙ্গা যাত্রা করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মিছিল বা বাইক মিছিল করার জন্য অনুমতি প্রয়োজন বলেও পুলিশ জানিয়েছে। এপ্রসঙ্গে কড়া ভাষায় রাজ্য সরকারকে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার পালটা প্রশ্ন, "এটা পাকিস্তান নাকি?" শনিবার কাঁথিতে স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। এদিন কাঁথিতে প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন করলেন। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী আজাদী মহোৎসব কর্মসূচি উদযাপন করলেন শুভেন্দুবাবু। সেই মঞ্চ থেকেই তিনি বলেন, "কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত গোটা দেশ রাষ্ট্রবন্দনায় মেতে উঠেছে। সব জায়গায় তেরঙ্গা র্যালি হয়েছে, কার র্যালি, বাইকযাত্রা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হল, পশ্চিমবঙ্গে তেরঙ্গা পতাকা নিয়ে যাত্রা করলে বলা হয়, অনুমতি কোথায়?" এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুর পালটা প্রশ্ন, "তেরঙ্গা যাত্রা করতে অনুমতি লাগে! এটা পাকিস্তান নাকি ইসলামাবাদ। ১৬ তারিখ কোর্টে যাব।"

You might also like!