kolkata

1 year ago

Duars crossed the air route with Kolkata:এবার কোলকাতায় সঙ্গে বিমান পথ জুড়ে গেলো ডুয়ার্সের

Duars crossed the air route with Kolkata
Duars crossed the air route with Kolkata

 

   দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুধু পর্যটক নয়,সমস্ত শ্ৰেণীর মানুষর কাছেই এটা খুবই সুখবর। কোলকাতার সঙ্গে ডুয়ার্সের সরাসরি আকাশ পথে যোগাযোগ চালু হতে চলেছে। ছুটির সময় ট্রেন থেকে বাস সব জায়গায় বুকিংয়ের চাপে ঠাঁই নাই ঠাঁই নাই রব। ফলে অনেক সময় শেষ মুহূর্তে ঘোরার পরিকল্পনা বদলাতে বাধ্য হন অনেকেই। এবার সেই সমস্যা মিটতে চলেছে পুরোপুরি। জানা গিয়েছে, কলকাতার সঙ্গে এবার বিমানপথে জুড়তে চলেছে ডুয়ার্সও। আলিপুরদুয়ার জেলার হাসিমারায় ভারতীয় বায়ুসেনার বিমানঘাঁটিতে এবার যাত্রীবাহী উড়ানের জন্য ব্যবহার করা হবে। রাজ্যের দেওয়া প্রস্তাবে অবশেষে সবুজ সংকেত দিয়েছে বায়ুসেনা বলে খবর।

  বন্দে ভারত সেমি স্পিড ট্রেন সহ একাধিক এক্সপ্রেস, সুপার ফার্স্ট ট্রেনের সঙ্গে সঙ্গে কলকাতা থেকে উত্তরবঙ্গের একাধিক রুটে এসি ভলভো বাস পরিষেবা শুরু হয়েছে। তাতে উত্তরবঙ্গে আরও বেশি পর্যটকদের আগমন ঘটছে। এবার ডুয়ার্সেও বিমান পরিষেবা শুরু হলে তা উত্তরবঙ্গ পর্যটনে বিপুল লাভের মুখ খুলবে বলে আশা পর্যটন ব্যবসায়ীদের। ভৌগোলিক অবস্থান অনুযায়ী ডুয়ার্সের সমস্ত পর্যটনস্থলের একেবারে কাছে হাসিমারা বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে মাত্র ১৩ কিমি দূরে জলদাপাড়া অভয়ারণ্য। ২৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত বক্সা ফরেস্ট।

কলাইকুণ্ডায় বায়ুসেনার বিমানঘাঁটিতেও যাত্রীবাহী বিমান ওঠা-নামার অনুমতি মিলেছে। এর ফলে খড়গপুর, হলদিয়ার মতো মেদিনীপুরের আরও অংশের সঙ্গে বায়ুপথে যুক্ত হবে কলকাতা। ফলে শুধু যাত্রী পরিষেবা বা পর্যটনে উন্নয়নই নয়, শিল্পের উন্নয়নেও সদর্থক প্রভাব ফেলবে এই নয়া দুই রুটে বিমান পরিষেবা। শুধু হাসিমারা ও কলাইকুণ্ডা নয়, শীঘ্রই মালদা ও বালুরঘাটেও বিমান পরিষেবা শুরু হতে চলেছে বলে খবর।

You might also like!