kolkata

1 month ago

Weather Forcast:রবিবার বঙ্গে শুষ্ক আবহাওয়া, কিছু জায়গায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা

Dry weather in Bengal on Sunday, few places likely to receive rain
Dry weather in Bengal on Sunday, few places likely to receive rain

 

কলকাতা, ১০ নভেম্বর : শীত আসছে, তবে অত্যন্ত ধীর গতিতে। আগামী কয়েকদিন নূন্যতম তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না বলে উল্লেখ করা হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

রবিবার দিনের আকাশ সাধারনত পরিষ্কার থাকবে । দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং ২৩ ডিগ্রির আশেপাশে থাকবে।

রবিবার দক্ষিণবঙ্গের আকাশ বেশিরভাগ স্থানে পরিষ্কার থাকবে। সাম্প্রতিক সময়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও আগামী দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। তবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে এদিন।

You might also like!