kolkata

4 months ago

Doctors protest Lalbazar : লালবাজার পৌঁছলেন বিনীত গোয়েল, আরও জোরদার হচ্ছে ডাক্তারদের আন্দোলন

Doctors protest Lalbazar  (symbolic  picture)
Doctors protest Lalbazar (symbolic picture)

 

কলকাতা, ৩ সেপ্টেম্বর : সোমবার রাতে লালবাজারে ছিলেন না কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আন্দোলনকারীদের সঙ্গে দেখা না করেই পুলিশ কমিশনার লালবাজার ছেড়েছিলেন সোমবার রাতে। এর পর মঙ্গলবার সকাল ১০টার কিছু সময় পর লালবাজারে প্রবেশ করলেন বিনীত গোয়েল। এদিকে, বিনীত কুমার গোয়েলের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ডাক্তারদের প্রতিবাদ আরও জোরদার হচ্ছে। মঙ্গলবার সকালেও ফিয়ার্স লেনে ট্রাম লাইনের উপর অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। চিকিৎসকদের একটাই দাবি, পদত্যাগ করতে হবে কলকাতার নগরপাল বিনীত গোয়েলেক।

You might also like!