kolkata

4 months ago

BJP bandh Esplanade : এসপ্ল্যানেড মেট্রোর সামনে অবরোধ বিজেপির, কলকাতার প্রাণকেন্দ্র সচল

BJP bandh Esplanade (symbolic picture)
BJP bandh Esplanade (symbolic picture)

 

কলকাতা, ২৮ আগস্ট : বনধের সমর্থনে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের সামনে অবরোধ করলেন বিজেপির কর্মী ও সমর্থকরা। এর আগে শ্যামবাজার মেট্রোর শাটার নামানোর চেষ্টা করেছিলেন বিজেপি কর্মীরা। তবে পুলিশকর্মীরা আগে থেকেই প্রস্তুত ছিলেন সেখানে। বিজেপি কর্মীরা শাটার নামানোর চেষ্টা করতেই বাধা দেয় পুলিশ। শ্যামবাজার থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে। অন্যদিকে, বনধের কোনও প্রভাব দেখা গেল না কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায়। বুধবার সকালে ধর্মতলা চত্বরে সরকারি বাসের পাশাপাশি দেখা মিলেছে প্রচুর বেসরকারি বাসেরও। ট্যাক্সি ও অন্যান্য গাড়ির সংখ্যাও চোখে পড়ার মতো। যাত্রী সংখ্যা অবশ্য তুলনায় কিছুটা কম ছিল, মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশও।

You might also like!