kolkata

1 week ago

Lok Sabha Election 2024:ডায়মন্ড হারবারের প্রার্থী নিয়ে বিক্ষোভ,রাজ্য সভাপতিকে চিঠি জেলা নেতৃত্বের

BJP leader Abhijit Das
BJP leader Abhijit Das

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লম্বা টালবাহানার পরে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সেই প্রার্থীকেও বদলের দাবিতে বিজেপি দফকরে ‘বিক্ষোভ’ দেখালেন দলের কিছু কর্মী-সমর্থক। বিজেপির রাজ্য নেতৃত্ব অবশ্য এমন বিক্ষোভের কথা মানতেই নারাজ।

বুধবার বিধাননগর বিজেপির রাজ্য দফতরে হাজির হন ডায়মন্ড হারবারের এক দল বিজেপি নেতা, কর্মী। সেখানে তাঁরা ডায়মন্ড হারবারের প্রার্থী বদল করার আবেদন জানিয়ে একটি চিঠি দেন। এমনকি, বিজেপি দফতরের বাইরে এক প্রস্থ বিক্ষোভ দেখান তাঁরা। নিজেদের প্রার্থী বদলের দাবি চিঠি আকারে লিখে সেখানে জমা দেন তাঁরা।

বজবজ বিধানসভার ৫ নম্বর মণ্ডল সভাপতি, সাতগাছিয়া বিধানসভার কনভেনার তপন ঘোষ-সহ অন্যান্য নেতৃত্ব এদিন বিজেপির দফতরে হাজির হয়েছিলেন। সেখানে ৫ নম্বর মণ্ডল সভাপতি পৃথা দাসের প্যাডে লেখা একটি চিঠি জমা দেওয়া হয়। চিঠিতে লেখা হয়, ‘ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দাসকে সবার অপছন্দ। ওঁর সমর্থনে সাধারণ কর্মী থেকে কার্যকর্তা-কেউ কাজ করবেন না। উনি আগেও হেরেছেন। বিজেপির কর্মীদের আবেগ নিয়ে ছেলেখেলা করা উচিত নয়।’ বিজেপি নেতৃত্বকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান হয়। এমনকি, তাঁকে প্রার্থী করার কারণে কর্মকর্তারা মাঠে নেমে কাজ করবেন না বলেও চিঠিতে জানানো হয়।

এবারের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী ২০০৯ সালে এবং ২০১৪ সালে এই কেন্দ্রে দাঁড়িয়ে হেরেছেন। সেক্ষেত্রে এবার এই কেন্দ্র থেকে ভালো কোনও প্রার্থী আশা করেছিলেন তাঁরা। কিন্তু, শেষমেষ গত দুইবার হেরে যাওয়া প্রার্থীকে কোনওভাবেই মেনে নিতে পারছেন না তাঁরা। সেই কারণে, বিজেপি নেতৃত্বকে তাঁরা বিষয়টি জানিয়েছেন বলে দাবি করেন তাঁরা।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিপিএম এবার এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে ছাত্র নেতা প্রতীক উর রহমানকে। তবে, দীর্ঘদিন এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা বাকি ছিল। শেষমেষ এই জেলার প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দাসকে প্রার্থী করা হয় বিজেপির তরফে। তবে, কর্মীদের এই আবেদনের জন্য বিজেপির প্রার্থী কি পরিবর্তন করা হবে? রাজ্য বিজেপির তরফে এরকম কোনও আভাস পাওয়া যায়নি এখনও।


You might also like!