কলকাতা, ২২ আগস্ট : এখনই বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর। দুর্যোগের আশঙ্কা কাটেনি দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার সকালেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজেছে কয়েকটি জেলা। তবে গত কয়েকদিনে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র যে উত্তাল হয়েছিল, তা এবার অনেকটা থেমেছে। ধীরে ধীরে শান্ত হচ্ছে সমুদ্র। মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ায় বাধা নেই। যদিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রায় সব জেলাতেই।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৩ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টিপাত চলবে। ২২ ও ২৩ আগস্ট ভারী বৃষ্টি প্রত্যাশিত হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায়। উত্তরবঙ্গের ক্ষেত্রেও ২৩ আগস্ট পর্যন্ত বৃষ্টি হবে প্রায় সমস্ত জেলাতেই। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।