kolkata

3 days ago

Sanskar Bharati remember Bharat muni: যথোচিত মর্যাদায় ভরত মুনি-কে স্মরণ, বিশেষ অনুষ্ঠানের আয়োজন

Sanskar Bharati remember Bharat muni
Sanskar Bharati remember Bharat muni

 

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : মাঘী পূর্ণিমার পুন্যতিথিতে সংস্কার ভারতী স্মরণ করে নাট্যশাস্ত্র প্রণেতা ভরত মুনিকে। এ বছরও পূর্ণ শ্রদ্ধায় স্মরণ করা হলো নাট্যশাস্ত্র প্রণেতা ভরত মুনিকে। এই উপলক্ষে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ প্রান্ত ১৬ ফেব্রুয়ারি, রবিবার গোবরডাঙ্গার সংস্কৃতি কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে ছিল বিকাশ ভট্টাচার্য স্মারক বক্তৃতা। এছাড়াও বিগত ২৫ বছর ধরে সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ যে নাটক বিভাগ চালিয়ে আসছে, তার বিভিন্ন মুহূর্তকে স্মরণ করতে একটি চিত্র প্রদর্শনী রেখেছিল। এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ এর অধিকর্তা ডঃ স্বরূপ প্রসাদ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কার ভারতী কেন্দ্রীয় সম্পাদিকা শ্রীমতি নীলাঞ্জনা রায়, সভামুখ্য ছিলেন বিশিষ্ট অভিনেতা নির্দেশক শ্রী তপন গাঙ্গুলী, অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী সুভাষ ভট্টাচার্য, শ্রী জয়ন্ত পাল, শ্রী আশিস দাস এবং ছিলেন বিকাশ ভট্টাচার্য স্মারক বক্তৃতার বক্তা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী পিয়াল ভট্টাচার্য ও সঞ্চালক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী কল্লোল ভট্টাচার্য।

সমগ্র অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক শ্রী তিলক সেনগুপ্ত। অতিথিদের পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে উদ্বোধন হয় সংস্কার ভারতীর নাট্য প্রযোজনা বিষয়ক চিত্র প্রদর্শনী। সংস্কার ভারতীর প্রথা অনুসারে ভাব সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আগত অতিথিদের চন্দনের তিলক, উত্তরীয়, ফুল এবং স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। নাট্যশাস্ত্র প্রণেতা ভরত মুনির প্রতিকৃতির সম্মুখে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উদ্বোধক মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের অধিকর্তা ডঃ স্বরূপ প্রসাদ ঘোষ। অনুষ্ঠানে সম্মানিত করা হয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী পিয়াল ভট্টাচার্যকে। এরপর শুরু হয় বিকাশ ভট্টাচার্য স্মারক বক্তৃতা। এই বক্তৃতার বিষয় ছিল ভরত মার্গ প্রসঙ্গ। এই বিষয়ের উপর এক অসামান্য গবেষণাধর্মী বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী পিয়াল ভট্টাচার্য। এই বক্তৃতার চমৎকার নান্দীমুখ করেন সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের সহ-সভাপতি ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী কল্লোল ভট্টাচার্য। বক্তৃতার শেষে বক্তব্য রাখেন এদিনের সভামুখ্য বিশিষ্ট অভিনেতা - নির্দেশক শ্রী তপন গাঙ্গুলী। ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্কার ভারতীর কেন্দ্রীয় সম্পাদিকা শ্রীমতি নীলাঞ্জনা রায়। অনুষ্ঠান শেষে সংস্কার ভারতীয় উত্তর ২৪ পরগনা জেলার সংগীত বিভাগের শিল্পীরা পরিবেশন করেন হারানো দিনের নাটকের গান। সমগ্র অনুষ্ঠানটি আয়োজন করেন সংস্কার ভারতী উত্তর ২৪ পরগনা জেলা।

You might also like!