kolkata

1 year ago

Anubrata mondal : দিল্লি যেতে নারাজ অনুব্রত ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ

Anubrata Mondal
Anubrata Mondal

 

কলকাতা, ২৯ নভেম্বর  : ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দ্রুত শুনানির আরজি জানিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে। ২ ডিসেম্বর সেই মামলার শুনানি।

জামিনের আরজি নিয়ে আগেই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। এবার তাঁর বিরুদ্ধে দায়ের করা ইডির মামলার বিরোধিতা করে হাই কোর্টে গেলেন অনুব্রত। তাঁর দাবি, গরু পাচার সংক্রান্ত সমস্ত ঘটনা ঘটেছে বাংলায়। তাহলে কেন দিল্লিতে এনে তাঁকে জেরা করা হবে? এই প্রশ্ন তুলে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন ও সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গ টানা হয়েছে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আরজির প্রেক্ষিতের আদালত জানিয়েছিল, দিল্লি নয়, জেরা করা হোক কলকাতাতেই। যদিও ইডির আইনজীবীর পালটা দাবি, অভিষেকের বিষয়টা সম্পূর্ণ আলাদা। অনুব্রত তো ইতিমধ্যেই ধৃত। তাঁকে দিল্লি আনতে অসুবিধা কোথায়? এবার ইডির পালটা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।

গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে দিল্লিতে নিয়ে যেতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই আরজি নিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউয়ের বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। পালটা দিল্লি হাই কোর্টে গিয়েছেন অনুব্রত। তাঁর হয়ে আবেদন জানিয়েছেন আইনজীবী তথা প্রাক্তন কংগ্রেস নেতা কপিল সিব্বল। চলতি সপ্তাহে দিল্লি হাই কোর্টে শুনানি হওয়ার কথা।


You might also like!