kolkata

10 months ago

Kurmi leader was arrested in the car vandalism incident:বীরবাহার গাড়ি ভাঙচুরের ঘটনায় আরও এক কুড়মি নেতা গ্রেফতার

Kurmi leader was arrested in the car vandalism inciden
Kurmi leader was arrested in the car vandalism inciden

 

কলকাতা, ২ জুন  : শুক্রবার ঝাড়গ্রাম থানার গড় শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার আরও এক কুড়মি নেতা কৌশিক মাহাত। ঝাড়গ্রাম জেলা পুলিশের সহায়তায় কৌশিককে গ্রেফতার করে সিআইডি।

গত ২৬ মে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় কুড়মি সমাজের নেতা কৌশিকের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে সিআইডি সুত্রে দাবী। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল কৌশিক। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হল ১১।

কৌশিকের বাড়ি ঝাড়গ্রামের জামবনি এলাকায় ৷ সূত্রের খবর, বৃহস্পতিবার রাত একটায নাগাদ কলকাতা যাচ্ছিলেন তিনি ৷ তখনই মাঝ রাস্তায় কৌশিক মাহাতকে গ্রেফতার করেন সিআইডি আধিকারিকরা ৷

গত ২৬ মে অভিষেকের তৃণমূলে নব জোয়ার কর্মসূচির দিন ঝাড়গ্রামের গড়শালবনি এলাকায় দেখা গিয়েছিল কৌশিক মাহাতকে ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল ঝাড়গ্রাম থানার পুলিশ। তাতেও নাম ছিল কৌশিকের। ২৬ মে রাতেই আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের রাজ্য সভাপতি অনুপ মাহাত, গড়শালবনি গ্রামের মনমোহিত মাহাত, অনিত মাহাত, অজিত মাহাত-সহ মোট চার জনকে গ্রেফতার করে পুলিশ ৷

২৭ মে বিকেলে ওড়িশা সীমানা সংলগ্ন নয়াগ্রাম এলাকা থেকে পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাত এবং আদিবাসী জনজাতি কুড়মি সমাজের রাজ্য সভাপতি শিবাজী মাহাত-সহ আরও চার জনকে গ্রেফতার করা হয়৷ এরই মধ্যে ওই মামলার তদন্তভার সিআইডি-কে হস্তান্তর করা হয়৷ তদন্তে নেমে গত বুধবার সিআইডি জামবনি থেকে নীতীশ মাহাত নামে আরও এক কুড়মি নেতাকে গ্রেফতার করে৷ এরপর কুড়মি আন্দোলনের সঙ্গে যুক্ত বিজেপির সক্রিয় কর্মী সমর্থক জয় মাহাতকে গ্রেফতার করে সিআইডি৷ এবার গ্রেফতার হলেন কৌশিক।

উল্লেখ্য, প্রথম দু’দফায় গ্রেফতার হওয়া ৯ জন কুড়মি নেতা ১০ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন৷ তাঁদের মধ্যে ৮ জনকে সংশোধনাগারে গিয়ে ইতিমধ্যে জেরা করেছেন সিআইডি আধিকারিকরা৷ সেই জিজ্ঞাসাবাদের পর এবার কৌশিক মাহাতকে গ্রেফতার করল রাজ্য গোয়েন্দা বিভাগ৷


You might also like!