kolkata

2 months ago

Lok Sabha Election 2024:ভোটের পরেই অশান্তির ঘটনা বোলপুরে,বিজেপি পোলিং এজেন্টের ওপর হামলা

After a part of a BJP worker's house was burnt down in Bolpur
After a part of a BJP worker's house was burnt down in Bolpur

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিজেপি করার ‘অপরাধে’ বোলপুরের ১৫ নম্বর ওয়ার্ডের পোলিং এজেন্টের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আগুন লাগানোর ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে। শম্ভু বাড়ুই নামে ১৫ নম্বর ওয়ার্ডের এক বিজেপি কর্মী এবার লোকসভা নির্বাচনে পিয়া সাহার পোলিং এজেন্ট ছিলেন। তিনি ভোট শেষ হওয়ার পর যখন বাড়ি ফিরছিলেন, তখনই প্রথম দফায় তাকে আটক করে চশমা ভেঙে ফেলা, মারধরের হুমকি দেওয়া হয়।

এর পর মঙ্গলবার রাতে তৃণমূল কর্মী এবং সমর্থকদের কয়েক জন তাঁর বাড়িতে আসেন। অভিযোগ, নানা হুমকি দেওয়া হয় তাঁকে। তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছু ক্ষণের মধ্যেই আগুন লাগে বাড়িতে। আগুনে বাড়ির একাংশ পুড়ে যায়।

ওই ওয়ার্ডের কাউন্সিলর ওমর শেখ এক সময়ে ছিলেন অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের এক জন। তিনি এই ঘটনার প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। অন্য দিকে, বিজেপির অভিযোগ, ভোটের পরে তাঁদের কর্মীদের ভয় ও আতঙ্কের মধ্যে রাখার লক্ষ্য নিয়েছে শাসকদল।


You might also like!