kolkata

1 month ago

Tathagata Ray:নাগরিকত্ব প্রদানের আগে পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষার পরামর্শ,তথাগতর বাড়ি ঘেরাওয়ের ডাক মতুয়াদের

Tathagata Ray
Tathagata Ray

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নাগরিকত্ব দেওয়ার আগে পুরুষদের যৌনাঙ্গ পরীক্ষার দাবি তুলেছিলেন প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায়। তাঁর এহেন মন্তব্য মতুয়া ধর্মাবলম্বীদের জন্য ‘অপমানজনক’, এই অভিযোগ তুলে মঙ্গলবার বিজেপি নেতার বাড়ি ঘেরাও করতে চলেছে মতুয়ারা। এদিন দুপুর তিনটে নাগাদ লেক গার্ডেন্সে তাঁরা তথাগতর বাড়ি অভিযান করবে বলে সূত্রের খবর।

এর আগে তথাগত রায় পরামর্শ দেন, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র মাধ্যমে ওপার বাংলা থেকে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আগে যেন পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষা করে নেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় সেই নিদান দেন তিনি। আর তাঁর সেই মন্তব্যকে ঘিরে শুরু হয়ে যায় ব্যাপক বিতর্ক। ওয়াকিবহালমহলের একাংশ মনে করছে, এই ধরনের মন্তব্য আসলে মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের আলাদা করে চিহ্নিত করার জন্যই করেছেন তথাগত রায়। উল্লেখ্য, ইসলাম ধর্মে সুন্নৎ প্রথা রয়েছে। আর সেই কারণেই তাঁর এই পরামর্শ বলে মনে করা হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, পুরুষদের পরিচয় চিহ্নিত করা গেলেই মহিলাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া যেতে পারে।

এদিকে তথাগতর এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে রাজ্যের শাসকদল। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'বিজেপি নেতা তথাগত রায়, অশালীন, দায়িত্বজ্ঞানহীন, কুরুচিকর মন্তব্য করেছেন। সিএএ-র জন্য যাঁরা আবেদন করবেন, যাঁরা ওদিক থেকে এসেছেন, তাঁদের ধর্ম পরীক্ষার জন্য, তিনি যে নিদান দিয়েছেন, সেটা সভ্যতার সীমা লঙ্ঘন করা, অশালীন। এরা অশান্তিতে প্ররোচনা দিচ্ছে, মানুষে মানুষে ভাগ করছে, মানবতা, সংস্কৃতি বলে কিছু রাখছে না। আমার এর তীব্র প্রতিবাদ করছি।

কয়েকদিন আগেই দেশজুড়ে লাগু হয়েছে সিএএ। লোকসভা নির্বাচনে আগে দেশে সিএএ লাগু নিয়ে শুরু হয়েছে প্রবল চর্চা। বিজেপি বিরোধী দলগুলি এর তীব্র সমালোচনা করেছে। এর মাধ্যমে বিজেপি ভোটের রাজনীতি করার চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের। এমনকী সিএএ-র সঙ্গে এনআরসি যুক্ত বলে দাবি করতে শোনা গিয়েছে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এরই মাঝে আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানিয়ে দিয়েছেন সিএএ-র সঙ্গে এনআরসি-র কোনও যোগ নেই। আর সিএএ প্রত্যাহার করা হবে না বলেও সাফ জানিয়েছেন তিনি। অন্যদিকে সিএএ লাগু হওয়ার পর মতুয়াদের একটা অংশের মধ্যে প্রবল উচ্ছ্বাসও দেখা গিয়েছে। রীতিমতো উৎসেব মেতে উঠতে দেখা গিয়েছে তাদের। কিন্তু সেই সবের মাঝেই প্রবল বিতর্ক তৈরি করল তথাগত রায়ের এই মন্তব্য।


You might also like!