kolkata

4 weeks ago

Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল

Justice Abhijit Gangopadhyay
Justice Abhijit Gangopadhyay

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  দিলীপ ঘোষের পর এবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্যের কারণে এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মৃত্যুকামনা’ করেছেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এবার কমিশনের দ্বারস্থ হচ্ছেন তাঁরা।

বিচারপতি থাকাকালীন চাকরিপ্রার্থীদের কাছে কার্যত ভগবান হয়ে উঠেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর আচমকা পদত্যাগ করে বিজেপিতে যোগদানের বিষয়টি অনেকেই ভাল চোখে দেখেনি। রাজনীতিতে প্রবেশ করে ইতিমধ্যেই বেশকিছু বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি নাথুরাম গডসেকে নিয়ে তাঁর করা মন্তব্য নিয়ে হইচই পড়ে গেছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রসঙ্গ টেনে নতুন বিতর্ক তৈরি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 

তৃণমূল সোশ্যাল মিডিয়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ''মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুঘণ্টা বেজে গেছে।'' বাংলার শাসক শিবির এমন মন্তব্যের তীব্র নিন্দা করে বলেছে, ''কলকাতা হাইকোর্টের প্রাক্তন একজন বিচারপতি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করে মন্তব্য করছে। এই ব্যক্তি বিজেপির প্রার্থী। দেশের গণতন্ত্রের জন্য এটি কলঙ্কের ব্যাপার।'' অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। 

বিজেপিতে যোগ দেওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করতে শোনা গেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। প্রাক্তন বিচারপতি বলেছিলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুব শ্রদ্ধা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন সিজনড পলিটিশিয়ান। এমনকী, মমতাকে তিনি সরল রাজনীতিবিদ বলেও অভিহিত করেন। তবে ভোট যত এগিয়ে আসছে, মমতা বন্দ্য়োপাধ্যায় সম্পর্কে অভিজিৎ যেন তাঁর মত বদলাচ্ছেন। 

তৃণমূলের আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিলের দাবি তুলেছে কংগ্রেস। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গান্ধী ও গডসেকে নিয়ে যে মন্তব্য করেন তারই সমালোচনা করে হাত শিবির। সংবাদমাধ্যমে কিছুদিন আগে অভিজিৎ বলেছিলেন, গান্ধী ও গডসের মধ্যে কাকে বেছে নেবেন তা বলতে পারেন না। এমনকী মহাত্মা গান্ধীকে কেন হত্যা করেছিলেন নাথুরাম গডসে, নেপথ্যে কী কারণ আছে, তা অনুসন্ধান করে দেখার প্রয়োজন আছে।


You might also like!