রাঁচি, ৩০ সেপ্টেম্বর : শুক্রবার গভীর রাতে ঝাড়খন্ডের লাপুং থানা এলাকার হুলসু গ্রামে দুস্কৃতীদের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত আরও এক যুবক।
তথ্য অনুযায়ী, দুস্কৃতীরা রাজেশ ও সন্দীপের ওপর গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই রাজেশ মারা যায় এবং সন্দীপ গুরুতর আহত হয়। ঘটনার পর আশঙ্কাজন অবস্থায় সন্দীপকে দ্রুত রিমস হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তার চিকিৎসা চলছে। শনিবার এসপি মনীশ টপ্পো জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।