পালামু, ২৯ নভেম্বর : ঝাড়খণ্ডের পালামুতে সড়ক দুর্ঘটনায় বুধবার দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মেদিনীনগর সদর থানা এলাকার ডালটনগঞ্জ-পাঙ্কি প্রধান সড়কের রাজওয়াদিহ পঞ্চমুখী হনুমান মন্দিরের কাছে বুধবার এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। দুজনেই বাইক চালাচ্ছিলেন, আচমকাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। রাজওয়াড়িতে বাইক থেকে একজনের দেহ ছিটকে পড়ে যায়, ট্রাকটি ঘটনাস্থল থেকে অপরজনকে টেনে হিঁচড়ে যমুনে নিয়ে যায়। খবর পেয়ে সদর থানার পুলিশ ট্রাকটি আটক করে চালককে হেফাজতে নেয়। মৃতদের নাম সঞ্জু গিরি ও রবীন্দ্র গিরি। দুজনেই তারাশি থানা এলাকার ধানগাইয়ের বাসিন্দা। একজন স্ট্যাম্প ভেন্ডার এবং অন্যজন দর্জির কাজ করতেন বলে জানা গিয়েছে। দুই ভাইই বাইকে চড়ে মেদিনীনগর আদালতে আসছিলেন। এই দুর্ঘটনার পর স্থানীয়রা অনেকক্ষণ রাস্তা অবরোধ করে।
খবর পেয়ে মৃতদের পরিজনরা ঘটনাস্থলে পৌঁছে সড়ক অবরোধ করে ক্ষতিপূরণ দাবি করেন। থানার ইনচার্জ গৌতম কুমারও তাঁর দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান এবং জ্যাম সরাতে জনগণকে বোঝানোর চেষ্টা করছেন।