রাঁচি, ২০ মার্চ : সীতা সোরেনের রাজনৈতিক ভবিষ্যত অন্ধকার, সীতা সোরেনের পদত্যাগ ও তাঁর বিজেপিতে যোগদান প্রসঙ্গে বুধবার এই মন্তব্য করেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) নেতা মনোজ পান্ডে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ভাইয়ের স্ত্রী সীতা সোরেনের জেএমএম দল থেকে পদত্যাগের বিষয়ে তাঁর সমালোচনা করেছেন মনোজ পান্ডে। লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার সীতা সোরেন বিজেপিতে যোগদান করেছেন।
এ প্রসঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র নেতা মনোজ পান্ডে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, "রাজনৈতিকভাবে, এটি কোনও ধাক্কা নয়। এটি কষ্ট দেয় কারণ তিনি পরিবারের পুত্রবধূ এবং ৩ বারের বিধায়ক। তাঁর রাজনৈতিক ভবিষ্যত চাপা পড়ে গেছে। ইতিহাস সাক্ষী, যে কয়েকজন দল (জেএমএম) ছেড়েছেন, তাঁদের রাজনৈতিক ভবিষ্যত অন্ধকার।"