Jharkhand

1 year ago

Jhargram: মুখ্যমন্ত্রীর সফরের আগেই কড়া নিরাপত্তা ঝাড়গ্রামে

Security is tight in Jhargram ahead of Chief Minister's visit
Security is tight in Jhargram ahead of Chief Minister's visit

 

ঝাড়গ্রাম, ৭ আগস্ট  : আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে চলতি সপ্তাহের বুধবার ঝাড়গ্রামে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার আগে থেকেই গোটা ঝাড়গ্রাম জেলাকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই ঝাড়গ্রাম জেলার আন্তঃরাজ্য সীমানাগুলি সিল করে দিয়েছে জেলা পুলিশ। একইসঙ্গে জেলার অভ্যন্তরে নাকা চেকিং বাড়ানো হয়েছে।

প্রশাসনের অনুমান আদিবাসী দিবসের মূল অনুষ্ঠান ছাড়াও একাধিক জায়গায় যেতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বেশকিছু এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তারা। তাই জেলার সর্বত্র কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে এদিন থেকেই। একই সঙ্গে গোটা ঝাড়গ্রাম শহর সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে। পাশাপাশি প্রচুর পুলিশ মোতায়েনও করা হচ্ছে। প্রতিটি আন্তঃরাজ্য সীমানা এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। রুটিনমাফিক ২৪ঘণ্টা ধরে চলছে নাকা চেকিং।

রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের পরে এই প্রথম জঙ্গলমহলে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী। গতবছর বীরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষ্যে ঝাড়গ্রামে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেইসময় জেলার মানুষের সমস্যার কথাও তিনি শুনেছিলেন। একইসঙ্গে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দেন। এমনকী জেলার মানুষের জন্য তিনি ৬৬কোটি ১৮লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছিলেন। জেলায় মানুষের জন্য ২৩টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এবারেও মুখ্যমন্ত্রী বেশকিছু প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।

ঝাড়গ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে যেতে পারেন। কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশেই জেলায় ওই মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরি হয়েছে। এছাড়া হাসপাতালের পরিকাঠামো বদল হয়েছে। একইসঙ্গে জামবনী ব্লকের কনকদুর্গা মন্দিরেও মুখ্যমন্ত্রী যেতে পারেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রায় ২ কোটি টাকা খরচ করে মন্দির সংস্কারের কাজ হয়েছে। ওইদিন দুপুর ১টায় ঝাড়গ্রাম স্টেডিয়ামে আদিবাসী দিবসের অনুষ্ঠান শুরু হওয়ার কথা। ওইদিন বিকেলে বেলপাহাড়ীও যেতে পারেন মুখ্যমন্ত্রী।



You might also like!