Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Jharkhand

1 year ago

Chirag Paswan:ঝাড়খণ্ড নির্বাচনে প্রচুর ভোটে জয় পাবে এনডিএ, আত্মবিশ্বাসী চিরাগ পাসওয়ান

Chirag Paswan
Chirag Paswan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচার তুঙ্গে। ঝাড়খণ্ডের নির্বাচনে এনডিএ সরকারের জয় নিয়ে আত্মবিশ্বাসী লোক জন শক্তি পাটির নেতা চিরাগ পাসওয়ান।

পালামু যাওয়ার পথে আজসু পার্টির সমর্থকদের উদ্দেশ্যে এদিন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন, এনডিএ সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ঝাড়খণ্ডে সরকার গঠন করবে এবং দুর্নীতিবাজ হেমন্ত সরকারকে উপড়ে ফেলবে বলে আশাবাদী তিনি। এনডিএ-র নেতা-কর্মীরা দিনরাত এক করে জনসাধারণের কাছে এই হেমন্ত সোরেন সরকারের জনবিরোধী নীতিগুলির কথা তুলে ধরছেন। আগামী দিনে এই সরকার টিকবেনা বলে মনে করেন তিনি।

দলের কর্মীদের উদ্দেশ্যে এদিন চিরাগ বলেন, ঝাড়খণ্ড যে চিন্তাভাবনা দিয়ে তৈরি হয়েছিল তা এখনও অসম্পূর্ণ। অটল বিহারী বাজপেয়ী ঝাড়খণ্ড রাজ্যকে বিহার থেকে আলাদা করে উন্নত রাজ্যের তালিকায় নিয়ে আসার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ঝাড়খণ্ড ভুল শাসকের হাতে চলে গেছে। বিহারের পর তারা এবার ঝাড়খণ্ডকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখন আর এই স্বেচ্ছাচারিতা চলবে না। আত্মবিশ্বাসের সঙ্গে চিরাগ বলেন, ঝাড়খণ্ডে এনডিএ সরকার গঠিত হবে এবং রাজ্যের যথাযথ উন্নয়ন সাধনের চেষ্টা করা হবে।

You might also like!